দেশ

হাথরাস কাণ্ডের সুযোগে জাতিগত অসন্তোষ সৃষ্টি করার অভিযোগে পিএফআই-এর চার সদস্যকে গ্রেফতার করল পুলিশ; সারা রাজ্যে মোট ২১ টি মামলা দায়ের

টিডিএন বাংলা ডেস্ক: হাথরাস কাণ্ডে জাতিগত অসন্তোষ উস্কে দেওয়া, রাজ্য সরকারের ভাবমূর্তি নষ্ট করার প্রয়াস এবং পরিস্থিতি বিগড়ে দেয়ার ষড়যন্ত্র করার অভিযোগে চন্দপা থানায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। এই ঘটনায় ইতিমধ্যে পিএফআই এর চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে। উত্তর প্রদেশে পুলিশের ডিজি আইন শৃঙ্খলা প্রশান্ত কুমার জানিয়েছেন সোমবার একটি সূত্রের মাধ্যমে পুলিশ জানতে পারে কিছু সন্দেহভাজন ব্যক্তি দিল্লি থেকে হাথরাসের উদ্দেশ্যে যাত্রা করেছে। সেই খবর অনুযায়ী, টোল প্লাজার কাছে সন্দেহভাজন গাড়ির চেকিং করা শুরু হয়। একটি সুইফট ডিজার গাড়িতে সওয়ার চার যুবককে জিজ্ঞাসাবাদ শুরু করা হলে জানতে পারা যায় তারা পিএফআই এবং সিএফআইএর সদস্য।ধৃতরা হল, মুজফফরনগরের নাগলার বাসিন্দা অতিকউররহমান, মল্লপুরমের বাসিন্দা সিদ্দিকী, বহরাইচ জেলার জারওয়ালের বাসিন্দা মাসুদ আহমদ ও রামপুর জেলার কোতোয়ালি এলাকার আলম। গোটা রাজ্যে এ প্রসঙ্গে এখনো পর্যন্ত মোট ২১ টি মামলা দায়ের করা হয়েছে।

উত্তর প্রদেশে পুলিশের ডিজি প্রশান্ত কুমার জানিয়েছেন হাথরাস কান্ডের সুযোগে দাঙ্গা পরিস্থিতি উস্কিয়ে দেওয়ার অভিযোগে হাথরাস জেলার বিভিন্ন থানায় ছ’টি মামলা ছাড়াওসোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্লাটফর্মে আপত্তিজনক মন্তব্য করার অভিযোগে বিজনর, সাহারানপুর, বুলান্দশহর, প্রয়াগরাজ, হাথরাস, অযোধ্যা, লখনউ কমিশনারেটে মোট ১৩ টি মামলা দায়ের করা হয়েছে। দিল্লি থেকে হাথরাসগামী ওই ৪ যুবককে গ্রেফতার করা হয়েছে। পুলিশের অভিযোগ ওই ধৃত চার যুবক অজুহাতে‌ উত্তরপ্রদেশে দাঙ্গা পরিস্থিতি সৃষ্টি করার ষড়যন্ত্র করেছিল।

এদিকে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন,”শুধুমাত্র দেশ এবং রাজ্যের জাতীয় এবং সাম্প্রদায়িক দাঙ্গা পরিস্থিতি সৃষ্টি করার ষড়যন্ত্র করা হচ্ছে না ওই ষড়যন্ত্রকে বাস্তবায়িত করার জন্য বিদেশ থেকে অর্থ লগ্নিও করা হচ্ছে।”

Related Articles

Back to top button
error: