দেশ
তিন কোটি কোভিডযোদ্ধার টিকাকরণের খরচ দেবে কেন্দ্রই, ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
টিডিএন বাংলা ডেস্ক: রাজ্য নয়, তিন কোটি কোভিডযোদ্ধার টিকাকরণের খরচ দেবে কেন্দ্র। আজ এমনটাই ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে রাজ্যগুলোর প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, এটাই যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর জয়। কোভিডের বিরুদ্ধে লড়াই করতে রাজ্যগুলিও কেন্দ্রের সঙ্গে যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছে তা প্রশংসাযোগ্য।ভারতের আর্থিক পরিস্থিতি দেখে এই টিকা তৈরি হয়েছে। দু’টি টিকাই বিশ্বের মধ্যে সবচেয়ে সস্তা। বিদেশ থেকে ভ্যাকসিন আমদানি করলে বড় সমস্যার মুখে পড়তে হত।