দেশ

সন্ধে ছটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি; জল্পনা তুঙ্গে

টিডিএন বাংলা ডেস্ক: আজ সন্ধে ছটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একটি টুইট বার্তায় এই কথা জানিয়ে নরেন্দ্র মোদী লিখেছেন,”আজ সন্ধে ছটায় দেশের উদ্দেশ্যে বার্তা দেব। আপনারা অবশ্যই সম্মিলিত হোন।”তবে ঠিক কি কি বিষয়ে তিনি দেশের মানুষেরউদ্দেশ্যে বার্তা দেবেন তা নিয়ে কোনো স্পষ্ট মন্তব্য করেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই বিষয় নিয়ে ইতিমধ্যেই তুঙ্গে উঠেছে জল্পনা।

করোনা পরিস্থিতির মাঝে এভাবে জাতির উদ্দেশ্যে নরেন্দ্র মোদির বার্তা কী হতে পারে তা নিয়ে নানা মুনির বহু নানা মত প্রকাশ পেয়েছে সোশ্যাল মিডিয়ায়। কেউ মনে করছেন করোনা ভ্যাকসিন সংক্রান্ত কোনো ঘোষণা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, আবার কারুর অনুমান ভারত ও চীনের মধ্যে চলতে থাকা উত্তেজনামূলক অবস্থান প্রসঙ্গেও বার্তা দিতে পারেন নরেন্দ্র মোদি।

Related Articles

Back to top button
error: