টিডিএন বাংলা ডেস্ক: ক্রমবর্ধমান করোনা পরিস্থিতি নিয়ে আজ সাত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মূলত মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশে, কর্নাটক, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, দিল্লি এবং পাঞ্জাবের সাথে বৈঠক করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
দেশের মোট সক্রিয় করোনা আক্রান্তের মধ্যে প্রায় ৬৩ শতাংশ ওই সাত রাজ্যগুলোতেই।