প্রজাতন্ত্র দিবসে ট্রাক্টর মিছিলে গিয়ে মৃত কৃষকের পরিবারের সঙ্গে সাক্ষাৎ প্রিয়াঙ্কা গান্ধীর, তদন্তের দাবি

টিডিএন বাংলা ডেস্ক: প্রজাতন্ত্র দিবসে ট্রাক্টর মিছিলে গিয়ে মৃত কৃষকের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। তারপরেই ট্যুইট করে মৃত কৃষক নভরীত সিংয়ের পরিবারের পাশে দাঁড়িয়ে বলেন, এক শহিদের পরিবার তাঁর আত্মত্যাগ কখনও ভুলতে পারে না। ওই আত্মত্যাগ চিরদিন নিজের হৃদয়ে রেখে দেয়। এই আত্মত্যাগ সফল করার জন্য তাঁর মনে প্রত্যয় সৃষ্টি হয়। নভরীত সিংয়ের পরিবার দিল্লি পুলিশের দেওয়া রিপোর্টে বিশ্বাস করে না। পুরো ঘটনার বিচার বিভাগীয় হেফাজত চান তাঁরা।