দেশ

দিল্লির ধর্ষিতা শিশু কন্যার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করলেন রাহুল

টিডিএন বাংলা ডেস্ক : যৌন লালসার শিকার মৃত দলিত নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করলেন রাহুল গান্ধি। সেখানে বেশ কিছুক্ষণ ছিলেন তিনি। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুল বলেন, শিশু কন্যার পরিবার ন্যায় বিচার চায়। তাদের আশ্বাস দিয়েছি ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত আমি ও দল পরিবারের পাশে থাকবে। এর আগে কংগ্রেস সাংসদ একটি টুইট করেছিলেন। ট্যুইটে নাবালিকাকে ‘দেশের মেয়ে’ বলে উল্লেখ করেন। পাশাপাশি কীভাবে অলিম্পিকে মেডেল আনলে তবেই মেয়েদের গর্ব হিসেবে মনে করা হয়, তা নিয়ে সমালোচনা করেন রাহুল।

নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে এদিন বিক্ষোভের মুখে পড়তে হয় রাহুলকে। ঘটনা হল, এলাকার পৌরপিতা একজন কংগ্রেস নেতা। স্থানীয়দের অভিযোগ, ঘটনার পর থেকে এলাকায় তার টিকি পাওয়া যাচ্ছে না। এমনকী নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা পর্যন্ত বলতে আসেন নি।

দলের মুখপাত্র রণদীপ সূর্যেওয়ালা বলেন, নির্যাতিতার পরিবারের সঙ্গে রাহুলের সাক্ষাৎ, এর মধ্যে কোনও রাজনীতির সম্পর্ক নেই। ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে কংগ্রেস। বিষয়টি নিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গেও কথা বলবেন সোনিয়া তনয়।

Related Articles

Back to top button
error: