পদোন্নতি হল রাজীব কুমারের

Rajiv Kumar
ছবি সংগৃহীত

টিডিএন বাংলা ডেস্ক : অতিরিক্ত ডিজি নয়। রাজ্য পুলিশের ডিজি পদমর্যাদার অফিসার রাজীব কুমার। শুক্রবারই নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি করে একথা জানানো হয়েছে। বর্তমানে তথ্য ও প্রযুক্তি দফতরের প্রধান সচিবের দায়িত্ব পালন করছেন রাজীব। পাশাপাশি বিধাননগরের পুলিশ কমিশনার সুপ্রতিম সরকারকে আইজি পদ থেকে এডিজি পদে উন্নীত করা হয়েছে। আইপিএস ঋষিকেশ মীনা পেলেন আইজিপি পদ।

কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার পদে থাকাকালীন বিতর্কে জড়িয়েছিলেন রাজীব। একটা সময় সারদা মামলার তদন্তে তাঁর বাসভবনে হানা দিয়েছিল সিবিআই। এই ঘটনার প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাতভর ধরণায় বসেন। ২০১৯ সালের ডিসেম্বর মাস থেকে রাজীব কুমারকে তথ্য ও প্রযুক্তি দফতরের প্রধান সচিব করা হয়।

এছাড়া আরও কয়েকজন আইপিএসের বদলি ও পদোন্নতি করেছে নবান্ন। মালদহের ডিআইজি হলেন অলোক রাজোরিয়া। আলিপুরদুয়ারের নয়া পুলিশ সুপার হলেন ওয়াই রঘুবংশী। জলপাইগুড়ি জেলার নয়া পুলিশ সুপার হলেন ভোলানাথ পাণ্ডে। কালিম্পং-এ নয়া পুলিশ সুপার হলেন অপরাজিতা রাই। রাজ্য পুলিশের এসটিএফ-র ডিসি হলেন হরিকৃষ্ণ পাই এবং রাজ্য ট্রাফিক পুলিশের ডিআইজি হলেন সুকেশ কুমার জৈন। কলকাতা পুলিশের অ্যাডিশনাল পুলিশ কমিশনার হলেন প্রবীণ কুমার ত্রিপাঠী।