দেশ
রিয়া চক্রবর্তীর জামিনের আবেদন খারিজ
টিডিএন বাংলা ডেস্ক: রিয়া চক্রবর্তীর জামিনের আবেদন খারিজ করে দিলো
মুম্বইয়ের বিশেষ আদালত। পাশাপাশি রিয়ার ভাই শৌভিক, সুশান্তের বান্দ্রার ফ্ল্যাটের ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা, প্রয়াত অভিনেতার রাঁধুনি দীপেশ সাওয়ান্ত এবং ড্রাগ ডিলার আবদুল বসিত পরিহার এবং জাইদ ভিলাত্রার জামিনের আবেদনও খারিজ হয়ে করে দিয়েছে আদালত। ফলে আপাতত মুম্বইয়ের বাইকুল্লা জেলেই থাকতে হবে রিয়া চক্রবর্তীকে। আগামী ২২ সেপ্টেম্বর পর্যন্ত তাঁকে বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।