দেশ

বাংলায় পদ্মফুলের বিজয় ধ্বজা সুনিশ্চিত করতে মুকুলেই ভরসা শাহ-নাড্ডার, বিধানসভা ভোটের দায়িত্ব মুকুলের কাঁধেই

টিডিএন বাংলা ডেস্ক: বাংলায় গেরুয়া শিবিরের ধ্বজা সুপ্রতিষ্ঠিত করতে বিধানসভা ভোটের দায়িত্ব মুকুল রায়ের কাঁধেই তুলে দিচ্ছে কেন্দ্রীয় নেতৃত্ব। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে তাল মিল রেখে আগামী বিধানসভা ভোটের রণনীতি প্রস্তুত করবেন বাংলার রাজনীতির চাণক্য।

বাংলার বিধানসভা ভোটের দামামা খুব শীঘ্রই ঘনিয়ে আসছে। এই পরিস্থিতিতে সঙ্গে পাল্লা দিয়ে লোকসভা ভোটের পর এবার বিধানসভা ভোটেও গেরুয়া শিবিরকে জয়ের পথে অগ্রসর করতে মুকুল রায়ের উপরে ভরসা করছেন অমিত শাহ-জেপি নাড্ডারা। গত সপ্তাহে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি পদে নিযুক্ত করা হয় মুকুল রায়কে। তৃণমূল ছেড়ে বিজেপিতে আসার পর এই প্রথম এত বড় পোদে ভূষিত করা হয় তাঁকে। তারপর থেকেই একরকম দলীয় স্তরে এইবার তা স্পষ্ট হয়ে যায় যে আগামী নির্বাচনের কথা মাথায় রেখেই এই বড়সড় রদবদল করা হলো দলে। সামনেই দুর্গাপুজো। বাঙালির সবথেকে বড় উৎসব। আর তারপরই বিহার বিধানসভা ভোট। আর আগেই বাংলার নেতাদের সঙ্গে বৈঠক করেন অমিত শাহ ও জেপি নাড্ডা। ওই বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় যে, পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের জন্য বিজেপির সহ পর্যবেক্ষক করা হবে মুকুল রায়কে। তার কাঁধে নির্বাচনের যাবতীয় দায়িত্ব দেওয়া হবে।

পঞ্চায়েত ও লোকসভা ভোটে রাজ্যে প্রথম বার বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়াই করে ১৮ টি আসনের জয় লাভ করেছিল। যার অনেকটাই কৃতিত্ব মুকুল রায়ের বলেই মনে করেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। ভোটের আগেই থেকে দল ভাঙ্গিয়ে নিশীথ প্রামাণিক, সৌমিত্র খাঁ, খগেন মূর্মূ, অর্জুন সিং ও অনুপম হাজরাকে বিজেপিতে নিয়ে আসার সম্পূর্ণ কৃতিত্বই ছিল মুকুলবাবুর। শুধুমাত্র অনুপম হাজরা ছাড়া হয় এদের মধ্যে সবাই লোকসভা ভোটে ভালো কল করেছেন। যদিও ভোটের পর দিলীপ ঘোষ বনাম মুকুল রায়ের অন্তর্দ্বন্দ্বের রেস পৌঁছেছিল দিল্লির দরবার পর্যন্ত। যার জেরে দলের সঙ্গে খানিকটা দূরত্ব তৈরি করেছিলেন মুকুল রায়। তবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এত সহজে মুকুল রায়কে হাতছাড়া করতে রাজি নয়। তাই গত সপ্তাহেই বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি পদে ভূষিত করা হয় মুকুল রায়কে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, বাংলার ভোটের রণনৈতিক কৌশল সম্পর্কে মুকুল রায়ের অভিজ্ঞতার কারণেই তার কাঁধেই বাংলায় বিজেপির জয়ধ্বজা সুনিশ্চিত করার দায়িত্ব দিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব।

Related Articles

Back to top button
error: