Highlightদেশ

বিতর্কসভা থেকে ‘বের করা হল’ শশী থারুর ও জয়রাম রমেশকে

টিডিএন বাংলা ডেস্ক : কেমব্রিজ ইউনিয়নের একটি বিতর্ক অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন কংগ্রেস সাংসদ শশী থারুর। অভিযোগ সেই অনুষ্ঠানে তাঁকে ঢুকতে দেওয়া হয়নি। এমনকী অনুষ্ঠান চলাকালীন তাঁকে বের করে দেওয়া হয়। নিজের ট্যুইটার হ্যান্ডেলে একথা লেখেন থারুর।ব্রিটেনের করোনার টিকা নিয়ে নির্দেশাবলী জারি থাকায়, এমনটা করা হয় বলে অভিযোগ।

কিন্তু কেন এমন ঘটল? ব্রিটেনের এই টিকানীতিই বা কী? দক্ষিণ আমেরিকা, সংযুক্ত আরব আমিরশাহি, ভারত, তুরস্ক, জর্ডন, থাইল্যান্ড এবং রাশিয়া থেকে কেউ ইউকে গেলে তাঁরা টিকাহীন হিসেবে গ্রাহ্য হবেন। ফলে দেশে ঢুকে ১০ দিন আবশ্যিক কোয়ারান্টিনে থাকতে হবে সেই সব পর্যটকদের। সম্প্রতি এই টিকানীতি ঘোষণা করেছে ব্রিটেন সরকার। আর এই পদক্ষেপেই ক্ষিপ্ত দুই কংগ্রেস নেতা তথা সাংসদ শশী থারুর এবং জয়রাম রমেশ। সেই সঙ্গে ইংল্যান্ডে প্রবেশের ক্ষেত্রে বাধ্যতামূলক করা হয়েছে আরটিপিসিআর কোভিড টেস্ট ও অন্যান্য একগুচ্ছ নিয়মনীতি। তবে জাপান, সিঙ্গাপুর মালোয়েশিয়া সহ মোট ১৭টি দেশের ক্ষেত্রে ইংল্যান্ড আসার জন্য টেস্টের প্রয়োজন নেই বলেই সেই নীতিতে জানানো হয়েছে। এক্ষেত্রে তাদের দেশে টিকাকরণের সার্টিফিকেট গণ্য করা হচ্ছে। এই নিয়মে বেজায় চটেছেন শশী থারুর ও জয়রাম রমেশ।

দু’জনেই ট্যুইট করে এই সিদ্ধান্তকে বিদ্বেষমূলক দাবি করে বিরোধিতায় সরব। থারুর ট্যুইটে লেখেন, ”এই কারণে আমি নিজের বই প্রকাশের অনুষ্ঠান থেকে বাদ চলে গিয়েছি। নিজেকে কেমব্রিজ ইউনিয়নের এক বিতর্কসভা থেকে সরিয়েছি। দুটি ডোজ নেওয়া ভারতীয়দের ফের কোয়ারান্টিনে রাখার সিদ্ধান্ত অত্যন্ত অপমানজনক।” জয়রাম রমেশ লেখেন, ”এটা বিদ্বেষমূলক আচরণ। আমরা সবাই জানি কোভিশিল্ড ব্রিটেনে তৈরি আর সিরাম ইনস্টিটিউট এটা ভারতে উৎপাদন করছে।”

Related Articles

Back to top button
error: