দেশ

সরকারি কাজে বাধা ও আঘাতের ঘটনায় শীর্ষে ইউপি, গুজরাত!

টিডিএন বাংলা ডেস্ক : সরকারি কর্মীদের কাজে বাধা, তাঁদের উপর আঘাতের মতো ঘটনায় দেশে শীর্ষে রয়েছে উত্তরপ্রদেশ। যে কোনও ধরনের সরকারি আইন ভাঙার ঘটনা সবচেয়ে বেশি ঘটছে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাতেই। এটা বিরোধীরা বলছে না। এই দাবি করছে কেন্দ্রীয় সরকারেরই সদ্য প্রকাশিত ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর (এনসিআরবি) রিপোর্ট।

২০১৪ সালে বিজেপি কেন্দ্রে ক্ষমতায় আসার পর ‘সুশাসন দিবস’ পালন করে আসছে। এনসিআরবি এর রিপোর্ট আসার পর, অনেকেই বলছেন এটাই স‍ুশাসনের নম‍ুনা? এনসিআরবি রিপোর্ট অন‍ুযায়ী, সরকারি কর্মীদের কাজে বাধা এবং তাঁদের মারাত্মক আঘাতের ঘটনায় দেশে প্রথম তিনে রয়েছে বিজেপি শাসিত রাজ্য। এরমধ্যে প্রথমে রয়েছে উত্তরপ্রদেশ। দ্বিতীয় অসম। তৃতীয় স্থানে রয়েছে কর্ণাটক।

২০২০ সালের এনসিআরবি রিপোর্ট অনুযায়ী, সরকারি কর্মীদের উপর মারাত্মক হামলার ৪১৮টি ঘটনা ঘটেছে। মারাত্মক চোট পেয়েছেন ৪২২ জন। অসমে ওই সময় ২২৩টি ঘটনা ঘটেছে। কর্ণাটকে এই ধরনের ঘটনা ঘটেছে ১৯৪টি। চোট পেয়েছেন ২০৩ জন।

এনসিআরবি রিপোর্ট বলছে, সরকারি আইন ভাঙার ঘটনায় শীর্ষে রয়েছে গুজরাত। সেখানে শুধু এক বছরেই ২ লক্ষ ২৭ হাজার ৯০৯ জন আইন ভেঙেছেন। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে মহারাষ্ট্র এবং অন্ধ্রপ্রদেশ।

Related Articles

Back to top button
error: