রাজ্য

আবহাওয়ার পূর্বাভাস, ২৫-২৬ তারিখে ভারী বৃষ্টির সম্ভাবনা কয়েকটি রাজ্যে

নিজস্ব সংবাদদাতা,টিডিএন বাংলাঃ আবহাওয়া দপ্তরের দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে ২৫ তারিখে নতুন করে আবারও ঘূর্ণাবর্তের সৃষ্টি হবে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে। এই ঘূর্ণাবর্ত পরবর্তীকালে ২৬ তারিখে উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ উপকূলের কাছে আসবে। সেই সময় উপকূলের জেলাগুলোতে আবারও বৃষ্টি বাড়ার সম্ভাবনা আছে। আরও জানানো হয়েছে গতকালকের নিম্নচাপটি এই মুহূর্তে দক্ষিণবঙ্গ ও উড়িষ্যা উপকূলে রয়েছে। এখন সেটি ধীরে ধীরে উত্তর উড়িষ্যা ও ঝাড়খণ্ডের দিকে এগোচ্ছে। এই নিম্নচাপের ফলে ঝারগ্রাম, বাঁকুড়া ও দুই মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। একইসঙ্গে জানানো হয়েছে বাকি জেলা হাওড়া, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টি হবে। আর আগামীকাল পুরুলিয়া, বাঁকুড়া,পশ্চিম মেদিনীপুর ও ঝারগ্রামে ভারি বৃষ্টি হতে পারে। নিম্নচাপটি কলকাতা থেকে অনেকটা দূরে সরে যাওয়ার জন্য সেখানে খুব বেশি বৃষ্টিপাত হবেনা। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে কলকাতায়। আগামীকাল কলকাতার আকাশ মেঘলা থাকবে। পরের দিন থেকে বৃষ্টি কমবে এবং কলকাতার তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করবে বলে মত আবহাওয়া দপ্তরের। উল্লেখ্য যে, গত কয়েকদিনের বৃষ্টিতে পশ্চিমবঙ্গের কয়েকটি জেলাতে অতিবৃষ্টি জনিত জলমগ্নতা দেখা দিয়েছে।

Related Articles

Back to top button
error: