মাদ্রাসা সন্ত্রাসবাদের প্রচার করে তাই, সরকারি সমর্থন শেষ হওয়া উচিত; বিতর্কিত মন্তব্য মধ্যপ্রদেশের মন্ত্রীর
টিডিএন বাংলা ডেস্ক: মাদ্রাসা সন্ত্রাসবাদের প্রচার করে, তাই এর ওপর থেকে সরকারি সমর্থন শেষ করে দেওয়া উচিত। এমনই বিতর্কিত মন্তব্য করলেন মধ্যপ্রদেশের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী তথা ইন্দোরের বিজেপি বিধায়ক ঊষা ঠাকুর। শুধু তাই নয়, তাঁর দাবি জম্মু এবং কাশ্মীরকে সন্ত্রাসবাদীদের কারখানা তৈরীর জন্যও মাদ্রাসাগুলিই দায়ী। মঙ্গলবার একটি সাংবাদিক সম্মেলনে এ প্রসঙ্গে ঊষা ঠাকুর বলেন,”সমস্ত সন্ত্রাসবাদীরা মাদ্রাসায় বড় হয়ে ওঠে, তারা জম্মু এবং কাশ্মীর কে সন্ত্রাসবাদীদের কারখানায় পরিণত করেছে। মাদ্রাসা যেগুলি জাতীয়তাবাদ মেনে চলতে পারেনা, তাদের সমাজের সম্পূর্ণ অগ্রগতি নিশ্চিত করতে বর্তমান শিক্ষা ব্যবস্থার সঙ্গে মিশ্রিত করা উচিত।”
এ প্রসঙ্গে তিনি আসামের উল্লেখ করে বলেন,”আসাম এবিষয়টি সাফল্যের সাথে করে দেখিয়েছে। জাতীয়তাবাদের পথে বাধা সৃষ্টিকারী প্রতিষ্ঠানগুলি জাতির স্বার্থে বন্ধ করে দিতে হবে।”এই মন্তব্যে ভিত্তিতে তিনি সারা দেশে মাদ্রাসা বন্ধের পক্ষপাতিত্ব করছেন কিনা সে বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, তিনি শুধুমাত্র মাদ্রাসাগুলিতে সরকারি অনুদান বন্ধ করে দিতে চান। এর কারণ হিসেবে তিনি ওয়াক্কাস বোর্ডের মাদ্রাসা পরিচালন ক্ষমতার কথা উল্লেখ করে বলেন,”সাংবিধানিক চেতনার সাথে ধর্মীয় শিক্ষা প্রচারের জন্য এ ধরনের প্রতিষ্ঠানগুলিকে নিজেদের ক্ষমতায় চালানোর ক্ষেত্রে যথেষ্ট শক্তিশালী ওয়াকফ বোর্ড। মাদ্রাসা কে সমর্থন করতে সরকারি অনুদান শেষ হওয়া উচিত।”শুধু তাই নয়, সমস্ত ধর্মের ছাত্র-ছাত্রীদের জন্য একই মানের শিক্ষার ওপর জোর দিয়ে উসার ঠাকুর আরো বলেন,”ধর্মভিত্তিক শিক্ষা সমাজে মৌলবাদ ও বিদ্বেষ প্রচার করে।”