দেশ

৪ বছর ধরে নিখোঁজ জেএনইউএর ছাত্র নাজিব আহমেদের খোঁজে হ্যাশট্যাগ ট্রেন্ডে সরব সোশ্যাল মিডিয়া

দেবিকা মজুমদার, টিডিএন বাংলা: চার বছর আগে, ২০১৬ সালের ১৫ অক্টোবর জেএনইউএর ছাত্রাবাস থেকে নিখোঁজ হয়েছিলেন এমএসসি বায়োটেকনোলজি প্রথম বর্ষের ছাত্র নাজিব আহমেদ। তারপর থেকে লাগাতার দিল্লি পুলিশ, দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ এবং সিবিআইয়ের চিরুনি তল্লাশির পরেও খুঁজে পাওয়া যায়নি নাজিব আহমেদকে। তার নিখোঁজ হওয়ার আগে আরএসএস এবং বিজেপি সমর্থিত সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের তিন ছাত্র বিক্রান্ত কুমার, অঙ্কিত কুমার ও সুনীল প্রতাপের সাথে কথা কাটাকাটি হয়। তারপর থেকেই নিখোঁজ হয়ে যান নাজিব। শেষবার সেই রাতেই ফোনে কথা বলেছিলেন তার মায়ের সাথে।

এই ঘটনার পর থেকে আজ চার বছর হয়ে গেছে। সেদিন রাতে নাজিমের আকস্মিক নিখোঁজ হওয়ার ঘটনায় বিপুল ছাত্র আন্দোলন শুরু হয় জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। সম্পূর্ণ বিশ্ববিদ্যালয়ের সমস্ত কাজ বন্ধের ডাক জেএনইউএর ছাত্র সংগঠন। অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে সম্পূর্ণ অসহযোগিতার মাধ্যমে আন্দোলন করার সিদ্ধান্ত নেন ছাত্ররা। ছাত্রদের এই বিপুল রোষের মুখে পড়ে দিল্লি পুলিশের তিনটি দল পুরো বিশ্ববিদ্যালয়কে ১১ টি জোনে ভাগ করে চিরুনি তল্লাশি চালায়। পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অভিযান চালান ৫৬০ জন পুলিশ কর্মী। এরপর গোটা দেশজুড়ে লাগাতার নাজিবের খোঁজে একের পর এক অভিযান চালান দিল্লি পুলিশ, দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ এবং সিবিআইয়ের আধিকারিকরা। এমনকি সিবিআইএর তরফ থেকে নাজিমের খোঁজে ১০ লক্ষ টাকা পুরস্কার পর্যন্ত ঘোষণা করা হয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত কোন খোঁজ পাওয়া যায়নি নাজিবের।

কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশিত হয় নাজিব আহমেদের মা ফাতিমা নাফিসের। ওই ভিডিও বার্তার মাধ্যমে অনলাইনে নাজিবের খোঁজে ১৫ এবং ১৬ অক্টোবর আন্দোলনের ডাক দিয়েছেন নিখোঁজ জেএনইউ ছাত্রের মা ফাতিমা নাফিস।শুধু তাই নয়, ওই ভিডিওবার্তায় তিনি আবারও দিল্লি পুলিশের বিরুদ্ধে তার ক্ষোভ উগরে দিয়েছেন। তিনি বলেছেন পুরো দুনিয়া জানে দিল্লি পুলিশ কিভাবে নাজিমের মামলায় ভ্রান্তি সৃষ্টি করেছে। এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। যারা অভিযুক্ত তারা এখনো মুক্ত আর যারা নাজিবের সমর্থনে সরব হয়েছিলেন তাদের ধরে ধরে জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। দিল্লি পুলিশ এইরকমই কাজ করেছে।দিল্লি পুলিসের লজ্জা হওয়া উচিৎ যে যেখানে তাদের কাজ করার কথা ছিল সেখানে তারা কাজ করেননি।

https://twitter.com/TamannaUAH/status/1316395337121054725?s=20

এর আগেও বারবার সোস্যাল মিডিয়ায় নাজিমের খোঁজে অক্ষম সরকার এবং প্রশাসনের বিরুদ্ধে গর্জে উঠেছেন ফাতিমা নাফিস। ২০১৯ সালের মার্চ মাসে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী যখন নিজের নামের আগে সোশ্যাল মিডিয়ায় চৌকিদার উপাধি ব্যবহার করা শুরু করেন সেসময় মোদিকে উল্লেখ করে পাল্টা প্রশ্ন করেছিলেন ফাতিমা নাফিস। তিনি জানতে চেয়ে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যদি সত্যিই চৌকিদার হয় তাহলে তিনি বলুন যে তাঁর ছেলে নাজিব কোথায়?”কেন এবিভিপির গুন্ডাদের এখনো গ্রেপ্তার করা হয়নি? কেন তিনটি উচ্চপর্যায়ের এজেন্সি অসফল হলো আমার ছেলেকে খুঁজে পেতে?”

নাজিব আহমেদের মায়ের ডাকে সারা দিয়ে সোশ্যাল মিডিয়ায় একের পর এক হ্যাশট্যাগ কোথায় নাজিব আহমেদ লিখে একের পর এক সরব হয়েছেন রাজনৈতিক নেতৃত্ব বলিউড এবং সাধারণ নেটাগরিকরা।

চার বছর হয়ে গেল এখনও পর্যন্ত আশায় বুক বেঁধে অপেক্ষা করছেন নাজিবের মা ফাতিমা নাফিস। তাঁর আশা তাঁর ছেলে জীবিত আছেন এবং একদিন নিশ্চয়ই ফিরে আসবেন। নিখোঁজ জেএনইউ ছাত্রের মা ফাতিমা নাফিসের পাশে দাঁড়িয়েছেন এআইএমআইএম সভাপতি আসাদউদ্দিন ওয়েসি। টুইটারে তিনি লেখেন,”চার বছর হয়ে গেছে, নাজিম আহমেদের মা ফাতিমা নাফিস জেএনইউএ এসেছিলেন এটা জানতে যে তার ছেলে নিখোঁজ হয়ে গেছেন। তিনি লড়ছেন। চার বছর ধরে তাঁর খোঁজ করছেন। হ্যাশট্যাগ কোথায় নাজিব? একজন মুসলিম মহিলার প্রতি ভালোবাসার ক্ষেত্রে কি পরিবর্তন এসেছে এই সমাজের? ফাতিমা নাফিসের ন্যায় পাবার অধিকার নেই?”

কংগ্রেস নেতা শশী থারুর লিখেছেন,”সিবিআই এই মামলায় হতাশ হয়ে পড়েছে।”

বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর লিখেছেন,”৪ বছর,০ জবাব, নাজিব কোথায়?”

সম্প্রতি এনএসএ আইনের আওতা থেকে মুক্তিপ্রাপ্ত সিএএ আইনের বিরুদ্ধে শক্তিশালী কণ্ঠস্বর ডক্টর কাফিল খান নাজিবের মায়ের সমর্থনে নিজের ফেসবুক পেজে লিখেছেন,”আম্মিজান ফাতিমা নাফিস আপনাকে এই ভরসা দিচ্ছি যে যতদিন নাজিব ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না ততদিন আমরা আন্দোলন করতে থাকবো। না আমরা অন্ধ, বধির সরকারকে শান্তিতে থাকতে দেব। আপনার ছেলের আপনাকে এটা প্রতিজ্ঞা ইনশাআল্লাহ।”

নাজিবের খোঁজে গতকাল থেকে শুরু হওয়া হ্যাশট্যাগ কোথায় নাজিব ট্রেন্ডে জেএনইউএর ছাত্র-ছাত্রীদের পাশাপাশি সরব হয়েছেন অন্যান্য নেটাগরিকরাও। একের পর এক নাজিমের খুঁজে সরব হয়ে গতকাল সন্ধ্যা সাতটার পর থেকে টুইট করে চলেছেন নেটিজেনরা।

https://twitter.com/IndianMuslimahs/status/1316709024750923778?s=20

Related Articles

Back to top button
error: