দেশ

জাতিশুমারি নিয়ে হাইকোর্টের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ সুপ্রিম কোর্টে: সমীক্ষা বন্ধ করতে এসএলপি দায়ের 

টিডিএন বাংলা ডেস্ক: বিহারে জাত গণনা সংক্রান্ত পাটনা হাইকোর্টের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করা হয়েছে সুপ্রিম কোর্টে। সমীক্ষা বন্ধ করতে সুপ্রিম কোর্টে একটি এসএলপি দায়ের করা হয়েছে। হাইকোর্টের সিদ্ধান্তের পরদিনই সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করেছে বিহার সরকার। আদালতে আবেদন করা হয়েছে, সরকারের অবস্থান না জেনে কোনো সিদ্ধান্ত যেন না দেওয়া হয়। আবেদনকারী অখিলেশ কুমারের পক্ষে আদালতের আইনজীবী তানিয়া শ্রী এই আবেদনটি দায়ের করেছেন।

এদিকে, বিহার সরকার ইতিমধ্যেই একটি সতর্কতা দাখিল করেছে এবং সুপ্রিম কোর্টকে বলেছে যে তাদের পক্ষ না জেনে কোনও আদেশ দেওয়া উচিত নয়। উল্লেখ্য, গত মঙ্গলবার (১ আগস্ট) জাতি শুমারি ও অর্থনৈতিক সমীক্ষাকে চ্যালেঞ্জ করে করা সব রিট আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। পিটিশন খারিজ হওয়ার পরপরই, বিহার সরকার ২০২২ সালের জাতি-ভিত্তিক আদমশুমারি শুরু করার আদেশ জারি করে।  মুখ্যসচিব মঙ্গলবার সমস্ত জেলার ডিএমদের সাথে বৈঠক করেন এবং যুদ্ধকালীন তৎপরতায় এটি সম্পূর্ণ করার নির্দেশ দেন।

প্রসঙ্গত, বিহারে দুই দফায় বর্ণভিত্তিক আদমশুমারি অনুষ্ঠিত হবে। প্রথম ধাপের গণনা শেষ হয়েছে এবং দ্বিতীয় ধাপের গণনা বাকি। সরকারি দাবি অনুযায়ী আরও এক সপ্তাহ লাগতে পারে।

বিহার সরকার জাত গণনা এবং অর্থনৈতিক সমীক্ষা নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না। এই কারণেই জাত গণনার বিরুদ্ধে আবেদনকারী সুপ্রিম কোর্টে পৌঁছানোর আগেই রাজ্য সরকার সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করেছে।

Related Articles

Back to top button
error: