লোকসভায় পাস দিল্লি অধ্যাদেশ বিল: দিল্লির বিষয়ে আইন করার অধিকার কেন্দ্রের রয়েছে, বললেন শাহ

টিডিএন বাংলা ডেস্ক: বৃহস্পতিবার সংসদের বর্ষাকালীন অধিবেশনের ১১তম দিনে লোকসভায় পাশ হল দিল্লি পরিষেবা বিল। লোকসভায় দিল্লি অধ্যাদেশ বিল নিয়ে এদিন বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শাহ বলেন, ২০১৫ সালে যে দলটি দিল্লিতে ক্ষমতায় এসেছিল তার লক্ষ্য ছিল সেবা করা নয়, লড়াই করা।

একইসঙ্গে, স্পিকার ওম বিড়লা আপ সাংসদ সুশীল কুমার রিংকুকে অধিবেশনের বাকি অংশের জন্য সাসপেন্ড করেছেন। রিংকুকে সাসপেন্ড করার প্রস্তাব আনেন সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী। ওয়েলে এসে কাগজ ছিঁড়ে ফেলার অভিযোগ ওঠে রিংকুর বিরুদ্ধে।

প্রসঙ্গত, এদিন লোকসভায় দুপুর ২টায় দিল্লি অধ্যাদেশ বিল নিয়ে আলোচনা শুরু হয়।  অমিত শাহ বলেন, বিরোধী দলগুলির জোটের কথা নয়, দিল্লির কথা ভাবা উচিত।  একটা কথা নিশ্চিত যে যত জোটই হোক না কেন, সরকার আসবে নরেন্দ্র মোদির অধীনেই। শাহ আরও বলেন, মণিপুর নিয়ে যত খুশি আলোচনা করুন, আমি জবাব দেব।

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তৃতার পরে, কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেন, নেহরুর জন্য শাহের প্রশংসা ভাল ছিল। এর জবাবে শাহ বলেন, আমি প্রশংসা করিনি। আপনি যদি তাই মনে করেন, তাহলে মেনে নিন।