টিডিএন বাংলা ডেস্ক: লকডাউনের পর মোরাটোরিয়ামে থাকা ঋণের সুদের ওপর অতিরিক্ত সুদের ভার অর্থাৎ ঋণের কিস্তি জমা দিতে দেরি হওয়ার জন্য চক্রবৃদ্ধি হারে যে সুদ দিতে হয়, তা থেকে ঋণ গ্রহীতাদের মুক্ত করার সিদ্ধান্ত নিয়ে একটি হলফনামায় শীর্ষ আদালতকে জানায় কেন্দ্র। কেন্দ্রের ওই হলফনামা অনুযায়ী, দু’কোটি টাকা পর্যন্ত এই সুবিধা পাবেন ঋণগ্রহীতারা। তবে, কেন্দ্রের এই হলফনামা নিয়ে আজ অসন্তোষ প্রকাশ করেছে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট জানিয়েছে কেন্দ্রের ওই হলফনামায় প্রতিটি সেক্টরঅনুযায়ী কতটা ত্রাণ দেওয়া হবে সে বিষয়ে কোনো তথ্য দেওয়া নেই। আদালত জানিয়েছে প্রতিটি সংস্থার নিজস্ব আলাদা আলাদা সমস্যা রয়েছে, কিন্তু সরকারের তরফ থেকে জারি করা ওই হলফনামায় এ সম্বন্ধে কোনো নির্দিষ্ট তথ্য দেওয়া নেই। তাই কেন্দ্রকে নতুন করে হলফনামা জমা দেওয়ার জন্য শীর্ষ এদিন এক সপ্তাহ সময় দিয়েছে।
এর আগে শনিবার শীর্ষ আদালতে কেন্দ্র জানায়, করোনাকালে মোরাটোরিয়ামে অর্থাৎ ঋণের কিস্তি স্থগিতের সুযোগ যে সমস্ত ঋণগ্রহীতারা নিয়েছেন তাদের দু’কোটি টাকা পর্যন্ত ঋণের ওপর বাড়তি সুদ দিতে হবে না। এই সুদের ভার বহন করবে কেন্দ্র। শনিবার সুপ্রিমকোর্টে কেন্দ্র জানিয়েছে মোরাটোরিয়ামের সুবিধাভোগী ঋণগ্রহীতাদের ইএমআইয়ের সুবিধা দিতে না পারলেও বাড়তি সুদের ভার থেকে মুক্ত করছে কেন্দ্র।