টিডিএন বাংলা ডেস্ক: এবার করোনা ভাইরাসে আক্রান্ত হলেন তেলেঙ্গানার অর্থমন্ত্রী টি হরিশ রাও। এক ট্যুইটে নিজেই করোনা আক্রান্ত হওয়ার খবর দেন তিনি। ট্যুইটে অর্থমন্ত্রী টি হরিশ রাও লিখেছেন, করোনাভাইরাস এর প্রাথমিক লক্ষণ পাওয়ার পর আমি পরীক্ষা করাই এবং আমার পজিটিভ এসেছে। আমার স্বাস্থ্য ভালো আছে। আমি সকলকে অনুরোধ করবো সম্প্রতি যারা আমার কাছাকাছি এসেছেন তারা আইসোলেনসনে থাকবেন এবং করোনা পরীক্ষা করিয়ে নেবেন।