দেশ

মৃত “১৬২১” শিক্ষকের সম্পূর্ণ তালিকাকে ক্ষতিপূরণের সম্মান না দিয়ে মৃতদের অপমান করছে বিজেপি; মন্তব্য অখিলেশ যাদবের

টিডিএন বাংলা ডেস্ক: সম্প্রতি শেষ হওয়া উত্তরপ্রদেশের পঞ্চায়েত নির্বাচনে ডিউটি করতে গিয়ে করোনায় আক্রান্ত হয়ে মাত্র ৩ জন শিক্ষকের মৃত্যু হয়েছে বলে জানায় উত্তরপ্রদেশ সরকার। অন্যদিকে উত্তর প্রদেশের একটি শিক্ষক ইউনিয়নের মন্তব্য অনুযায়ী পঞ্চায়েত ভোট করাতে গিয়ে রাজ্যজুড়ে মোট ১৬২১ জন শিক্ষক করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছে। পরিসংখ্যানের এই গরমিল নিয়ে এবার উত্তরপ্রদেশের বিজেপি সরকারকে আক্রমণ করলেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব। একটি টুইট করে তিনি লেখেন,”মৃত শিক্ষক এবং শিক্ষক সহযোগীদের প্রতি বিজেপি সরকারের অবমাননামূলক আচরণে সমগ্র উত্তরপ্রদেশের সম্পূর্ণ একাডেমিক জগৎ ক্ষুব্ধ। বিজেপি সরকার শুধুমাত্র ৩ জন মৃতের কথা বলছে । ‘১৬২১’মৃত শিক্ষকদের সম্পূর্ণ তালিকা কে ক্ষতিপূরণ দিতে অস্বীকার করে মৃতদের অপমান করছে বিজেপি সরকার।”

Related Articles

Back to top button
error: