দেশ

আস্থানাকে দিল্লি পুলিশের কমিশনার করে আইন লঙ্ঘন করেছে কেন্দ্র, অভিযোগ কংগ্রেসের

টিডিএন বাংলা ডেস্ক : দিল্লি পুলিশের কমিশনার হয়েছেন সিবিআইয়ের প্রাক্তন স্পেশাল ডিরেক্টর রাকেশ আস্থানা। কেন্দ্রের এমন পদক্ষেপে বেজায় চটেছে কংগ্রেস। এটি সুপ্রিম কোর্টের নির্দেশের সরাসরি লঙ্ঘন করা বলে মনে করছে শতাব্দী প্রাচীন এই দলটি। এর পিছনে কোনও গভীর কারণ রয়েছে বলেও দাবি করেছে কংগ্রেস। কংগ্রেসের প্রশ্ন, কেন অবসরের ঠিক ৪ দিন বাকি থাকতেই রাকেশ আস্থানাকে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এই পদ দেওয়া হল? যা পুরোপুরি বেআইনি। এর আগে দিল্লি পুলিশের প্রধান এসএন শ্রীবাস্তবের অবসরের পর এক মাস আগেই বালাজি শ্রীবাস্তবকে অন্তর্বতীকালীন দায়িত্ব দেওয়া হয়েছিল। এবার সেই জায়গায় বসানো হল নরেন্দ্র মোদির পছন্দের রাকেশ আস্থানাকে।

মঙ্গলবারই দিল্লি পুলিশের কমিশনার পদে গুজরাত ক্যাডারের আইপিএস রাকেশ আস্থানাকে নিয়োগ করা হয়। আস্থানাকে এমন পদ দেওয়ায় কংগ্রেসের মুখপাত্র পবন খেরার অভিযোগ, শুধু ইন্টার ক্যাডার নিয়োগই নয়, সুপ্রিম কোর্টের নির্দেশকে পুরোপুরি লঙ্ঘন করা হয়েছে। যার ফলে দেশের আইনও লঙ্ঘন করা হল বলে তিনি দাবি করেন।

Related Articles

Back to top button
error: