টিডিএন বাংলা ডেস্ক: সরকারী বাসভবনে বসে খালি হাতে স্বাক্ষর করছেন কোভিড আক্রান্ত গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সবন্ত! শুক্রবার ছবি ভাইরাল হতেই রীতিমতো বিতর্কের সৃষ্টি হয়েছে। উল্লেখ করা যেতে পারে, গত ২ সেপ্টেম্বর থেকে আইসোলেনশনে থেকে কাজকর্ম করছেন মুখ্যমন্ত্রী। শুক্রবার তার কাজের চিত্র তুলে ধরে একটি ছবি দফতর থেকে প্রকাশ করা হয়। সেই ছবিতে মুখ্যমন্ত্রী মাস্ক পরে রয়েছেন কিন্তু কোভিড আক্রান্ত খালি হাতেই ফাইল সই করছেন তিনি। আর যা নিয়েই প্রশ্ন তুলে গোয়া কংগ্রেসের সভাপতি গিরীশ চোরানকার বলেছেন, “কোভিডে আক্রান্ত হয়েও গ্লাভস না পরে কী ভাবে খালি হাতে ফাইলে সই করছেন তিনি? এই ফাইলগুলো যাঁদের হাতে যাবে তাঁরাও তো আক্রান্ত হতে পারেন। এ ছবি প্রকাশ করে মুখ্যমন্ত্রী কি বোঝাতে চাইছেন যে, কোভিডে আক্রান্ত হয়েও তিনি কাজ চালিয়ে যাচ্ছেন!”