দেশ

শৌচাগারে দলীয় পতাকার রঙ! যোগী সরকারের বিরুদ্ধে সরব সমাজবাদী পার্টি

টিডিএন বাংলা ডেস্ক: শৌচাগারে দলীয় পতাকার রঙ! রঙিন শৌচাগারের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই দলের পতাকার রঙ বলে অভিযোগ তুলে যোগী সরকারের বিরুদ্ধে সরব হলো সমাজবাদী পার্টি।

সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, গোরক্ষপুরের ললিত নারায়ণ মিশ্র রেল হাসপাতালে লাল ও সবুজ রঙের টালি দিয়ে সাজানো হয়েছে শৌচাগার। আর যা নিয়েই আপত্তি সমাজবাদী পার্টির। তাদের অভিযোগ, এই রং অখিলেশ যাদবের দলের পতাকার রঙের সঙ্গে মিলে যাচ্ছে। এক ট্যুইটে সমাজবাদী পার্টির পক্ষ থেকে জানানো হয়েছে, এতে দুর্নীতিপরায়ণ রাজনীতিবিদদের রাজনৈতিক বিদ্বেষই ফুটে উঠেছে। এটা এমন এক লজ্জাজনক ঘটনা যা গণতন্ত্রের জন্য কলঙ্ক। একটি মূলধারার রাজনৈতিক দলের পতাকার রঙের এমন অবমাননা চূড়ান্ত নিন্দনীয় বলে অবিলম্বে এই রং পরিবর্তন করার দাবি জানাচ্ছি।

Related Articles

Back to top button
error: