দেশ

২০২১ সালের প্রথম কোয়ার্টারের মধ্যেই তৈরি হয়ে যাবে করোনা ভ্যাকসিন, সন্দেহ হলে নিজেই লাগাবো প্রথম টিকা; জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডা: হর্ষবর্ধন‍

টিডিএন বাংলা ডেস্ক:২০২১ সালের প্রথম কোয়ার্টারের মধ্যেই তৈরি হয়ে যাবে করোনা ভ্যাকসিন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার হর্ষবর্ধন রবিবার একটি ভার্চুয়াল আলোচনা চক্রে অংশগ্রহণ করে এমনটাই জানিয়েছেন। শুধু তাই নয়,তিনি বলেছেন যদি ভ্যাকসিন প্রস্তুত হওয়ার পর মানুষের মনে তা নিয়ে কোনো রকম সন্দেহের উদ্রেক হয়, তাহলে প্রথম টিকা তিনি নিজের শরীরেই প্রয়োগ করবেন। তিনি আরো বলেন টিকা প্রস্তুত হওয়ার পর প্রথমে স্বাস্থ্যকর্মীদের, বড়িষ্ঠ নাগরিকদের এবং ফ্রন্টলাইনে কর্মরত করোনা যোদ্ধাদের দেওয়া হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন,”সরকার রেমডসভিরের মতো ওষুধের কালোবাজারি করার অভিযোগ পেয়েছে। সরকার সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনকে এই ধরনের লোকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছে। রাজ্যগুলিকেও এ বিষয়ে কথা বলতে বলা হয়েছে।”

এরপর স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিশ্বের নজর ভারতের ওপর রয়েছে যেখানে বিশ্বের ৬০% ভ্যাকসিন প্রস্তুত করা হয়। অন্ধ্রপ্রদেশের রাজধানী হায়দ্রাবাদ ভ্যাকসিন উৎপাদনে ভারতের সবথেকে উল্লেখযোগ্য একটি কেন্দ্র। এই শহরে বিশ্বব্যাংক ঋণ সরবরাহের এক-তৃতীয়াংশের বেশি উৎপাদন করার ক্ষমতা রয়েছে।

Related Articles

Back to top button
error: