দেশ

যাঁরা মোদিজির খাস, শুধু সেই গুটিকতক মানুষেরই বিকাশ; ফের নরেন্দ্র মোদিকে কটাক্ষ করলেন রাহুল গান্ধী

টিডিএন বাংলা ডেস্ক: প্রাইভেটাইজেশন নিয়ে লাগাতার বিরোধিতা করে চলেছেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী। প্রায় প্রতিদিনই এই বিষয় নিয়ে মোদী সরকারের বিরোধিতা করছেন রাহুল গান্ধী। এদিনও ফের নরেন্দ্র মোদির বিরোধিতা করে রাহুল গান্ধী অভিযোগ করেন দেশের বিকাশ নয়, শুধুমাত্র যাঁরা মদিজির খাস তাদেরই বিকাশ হচ্ছে।

রাহুল গান্ধী এদিন টুইট করে লেখেন,”আজ দেশ মোদী সরকারের সৃষ্ট অনেক সমস্যার সম্মুখীন হয়েছে, যার মধ্যে একটি হল অনাবশ্যক নিজীকরণ(প্রাইভেটাইজেশন)।” এরপর দেশ জুড়ে চলতে বেকারত্বের সমস্যার কথা উল্লেখ করে রাহুল গান্ধী লেখেন,”যুবকরা চাকরি চান কিন্তু মোদি সরকার পিএসইউ গুলিকে নিজীকরণ করে রোজগার এবং জমা পুঞ্জি নষ্ট করে দিচ্ছে। লাভ কার হচ্ছে? শুধুমাত্র গুটি কতক মিত্রদের বিকাশ যারা মোদীজির খাস। প্রাইভেটাইজেশন বন্ধ করুন সরকারি চাকরি বাঁচান।”

Related Articles

Back to top button
error: