টিডিএন বাংলা ডেস্ক: রাজ্যপালের মন্তব্যে বাংলার সম্মানহানি হচ্ছে। এমনটাই অভিযোগ করে রাজ্যপাল জগদীপ ধনকরের বিরুদ্ধে মামলা দায়ের করলো শিবসেনা। সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, বিধাননগর পূর্ব থানায় অভিযোগ দায়ের করেছেন শিবসেনার রাজ্য সম্পাদক অশোক সরকার। অভিযোগ পত্রে তিনি লিখেছেন, রাজ্যপাল নিয়মিত যা মন্তব্য করছেন, তাতে বাংলার সম্মানহানি হচ্ছে। বাংলার সংস্কৃতিকে তিনি প্রতিনিয়ত আঘাত করছেন। কাজ না করে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে বাংলার নির্বাচিত সরকারের অবমাননা করছেন রাজ্যপাল ধনখড়। পাশাপাশি
একটি রাজ্যের সাংবিধানিক প্রধান হয়েও একটি দলের হয়ে কাজ করে চলেছেন রাজ্যপাল। প্রশাসনের গোপন বিষয়ে বাইরে এনে দিচ্ছেন। সম্পূর্ণভাবেই সাংবিধানিক শিষ্টাচার বিরোধী কাজ করছেন বলেও অভিযোগ করেছেন তিনি।