HighlightNewsরাজ্য

ত্রিপুরায় সাংবাদিকদের বিরুদ্ধে প্ররোচনা ছড়ানোর অভিযোগে গর্জে উঠল গিল্ড

টিডিএন বাংলা ডেস্ক : ত্রিপুরায় সাংবাদিকদের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র এবং জালিয়াতির অভিযোগ। এর প্রেক্ষিতে ১০২টি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হোল্ডারদের বিরুদ্ধে ইউএপিএ ধারায় রুজু হয়েছে মামলা। পাশাপাশি সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টও ব্লক করার এবং সেই সব ব্যক্তিদের সমস্ত বিবরণ জানাতে বলা হয়েছে। এই ১০২ জনের মতো সাংবাদিকও রয়েছে। এরই প্রতিবাদে গর্জে উঠল এডিটর গিল্ড অফ ইন্ডিয়া ( ইজিআই)।

ইজিআই এর সাফ বক্তব্য, সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করার চেষ্টা হচ্ছে। বেআইনি কর্মকাণ্ড আইনের আওতায় এনে সাংবাদিকদের কণ্ঠরোধ করার চেষ্টা করছে রাষ্ট্র। দাঙ্গার খবর করার অভিযোগে এই ইউএপিএ ধারায় মামলা রুজু করার তীব্র প্রতিবাদ জানিয়েছে তারা। গিল্ড তাদের বিবৃতিতে এই ঘটনাকে মর্মাহত বলে উল্লেখ করেছেন। একইসঙ্গে ত্রিপুরার সরকারকেও সমালোচনা করেছে গিল্ড। তাদের অভিযোগ, হিংসাত্মক ঘটনা রুখতে ব্যর্থ ত্রিপুরা সরকার। তাই সেদিক থেকে নজর ঘোরাতেই এমন কাজ করেছে।বিবৃতিতে আরও বলা হয়েছে, রাজ্যের সাম্প্রদায়িক হিংসার খবর করা এবং সংবাদ প্রকাশের জন্য পুলিশের এই পদক্ষেপে গিল্ড গভীরভাবে মর্মাহত। যেভাবে জামিন অযোগ্য এই আইনের ধারায় ফেলে সাংবাদিকদের কণ্ঠরোধ করা হচ্ছে তারও প্রতিবাদ জানানো হয়েছে।

ত্রিপুরাতে হিংসার ঘটনা আসলে রুখতে ব্যর্থ বিপ্লব সরকার। তাই সত্য ঘটনা থেকে ফোকাস ঘোরাতেই এই কাজ করা হচ্ছে বলে অভিযোগ গিল্ডের। পাশাপাশি গিল্ডের তরফে রাজ্য সরকারের কাছে একটি নিরপেক্ষ তদন্তেরও আর্জি জানানো হয়েছে।

Related Articles

Back to top button
error: