দেশ

বেআইনি নির্মাণের অভিযোগে নোটিশ সাঁটিয়ে দেওয়া হল কঙ্গনার মনিকর্নিকা ফিল্মসের অফিসে

টিডিএন বাংলা ডেস্ক: স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা পাওয়ার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের সংস্থা মনিকর্ণিকা ফিল্মসের দপ্তরের মূল ফটকের বাইরে বেআইনি নির্মাণের নোটিশ টাঙিয়ে দিল বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন।

মঙ্গলবার সকাল ১১ টা নাগাদ কর্পোরেশনের কনস্ট্রাকশন বিভাগের আধিকারিকরা অভিনেত্রীর বান্দ্রার পালি হিল এলাকায় অবস্থিত মনিকর্ণীকা ফিল্মসের দপ্তরের বাইরে বেআইনি নির্মাণের অভিযোগে কাজ বন্ধের নোটিশ টাঙিয়ে দিয়ে আসেন। ওই নোটিশে বলা হয়েছে, কঙ্গনার অফিসে অবৈধভাবে নির্মাণকাজ করা হয়েছে। কঙ্গনা রানাওয়াতকে নিজের সংস্থার নির্মাণকাজ প্রসঙ্গে ২৪ ঘণ্টার মধ্যে সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে বলা হয়েছে। নাহলে বিএমসি–র পক্ষ থেকে অবৈধ নির্মাণ ধ্বংস করার হুমকিও দেওয়া হয়েছে।

এর আগে সোমবার কঙ্গনা রানাওয়াত অভিযোগ করেছিলেন যে, তাঁর ‘‌মণিকর্ণিকা’‌ ফিল্মসের প্রোডাকশন হাউস জবরদখল করেছে বৃহন্মুম্বই পুরনিগম। একের পর এক টুইট করে কঙ্গনা জানান, এদিন আচমকাই বিএমসি–র আধিকারিকরা তাঁর অফিস পরিদর্শনে যান। সেখানে মাপঝোঁক করার পাশাপাশি তাঁর অফিসের কর্মীদের হেনস্থাও করা হয়।

এরপর আজ বিএমসির তরফ থেকে দেওয়া এই নোটিশ সম্পর্কে কঙ্গনা তুই করে লেখেন, ‌”সোশ্যাল মিডিয়ায় আমার বন্ধুদের সমালোচনার মুখে পড়ে বৃহন্মুম্বই পুরনিগমের কর্মীরা বুলডোজার নিসে আসেননি। তার বদলে আমার অফিসের সারাইয়ের কাজ বন্ধ করার নোটিস লাগিয়ে গিয়েছেন। বন্ধুরা, আমি হয়তো অনেকটা ঝুঁকি নিয়েছি। তবে তোমাদের সাপোর্ট আর ভালবাসাও পেয়েছি।”

প্রসঙ্গত, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর মহারাষ্ট্র সরকার ও মুম্বই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কঙ্গনা রানাওয়াত। তাঁর ওই মন্তব্যের পর থেকেই মহারাষ্ট্র সরকার তথা শিবসেনার রোষানলে পড়েন অভিনেত্রী। রীতিমত ফতোয়া জারি করে শিবসেনা। এমনকি ক্ষমা চাওয়ার দাবিও জানানো হয়। এই পরিস্থিতিতে হিমাচল প্রদেশ সরকারের কাছে মেয়ের নিরাপত্তার জন্য আবেদন জানান কঙ্গনা রানাওয়াতের বাবা। এরপরই কেন্দ্রের তরফ থেকে হোয়াই ক্যাটাগরির সুরক্ষা ব্যবস্থা দেওয়া হয়েছে অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতকে। এখন থেকে কঙ্গনার সঙ্গে সর্বক্ষণ থাকবেন একজন ব্যক্তিগত নিরাপত্তা অফিসার এবং ১০ জন কমান্ডো। 

Related Articles

Back to top button
error: