দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়ালো ৯২ লক্ষ

টিডিএন বাংলা ডেস্ক: দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়ালো ৯২ লক্ষ। কেন্দ্রিক বুধবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া রিপোর্ট অনুযায়ী, একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৪ হাজার ৩৭৬ জন। ফলে মোট আক্রান্ত বেড়ে হয়েছে ৯২ লক্ষ ২২ হাজার ২১৭ জন। গত ২৪ ঘণ্টায় ৪৮১ জন মারা গিয়েছেন। পাশাপাশি এখনও পর্যন্ত ৮৬ লক্ষ ৪২ হাজার ৭৭১ জন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।