২৩ জানুয়ারি নেতাজির জন্মদিনকে জাতীয় ছুটি ঘোষণার দাবি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মমতার

টিডিএন বাংলা ডেস্ক: ২৩ জানুয়ারি স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনকে জাতীয় ছুটি ঘোষণার দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবারই তিনি চিঠি দিয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত হস্তক্ষেপ চেয়ে চিঠি দেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, এর আগেও একাধিকবার নেতাজির জন্মদিনকে জাতীয় ছুটির ঘোষণার দাবি জানানো হয়েছিলো বিভিন্ন রাজনৈতিক দল ও সমাজিক সংস্থাগুলোর পক্ষ থেকে। দাবি তুলেছিলো তৃণমূলও। এবার সরাসরি প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।