দেশ

সাত মাস বন্ধ থাকার পর খুলে গেল শবরীমালা মন্দির; প্রবেশের জন্য করোনা পরীক্ষার রিপোর্ট জমা দেওয়া বাধ্যতামূলক

টিডিএন বাংলা ডেস্ক: প্রায় সাত মাস বন্ধ থাকার পর শনিবার খুলে দেওয়া হলো শবরীমালা মন্দির। পাঁচদিনের পুজো উপলক্ষে মন্দিরে প্রবেশের অনুমতি পেলেন পুণ্যার্থীরা। তবে মেনে চলতে হবে বেশ কয়েকটি নিয়ম। করোনার পরীক্ষা না করিয়ে কোনভাবেই প্রবেশের অনুমতি পাবেন না আয়াপ্পার দর্শনার্থীরা।

প্রতিদিন মন্দিরে সর্বাধিক আড়াইশো জন পুণ্যার্থী প্রবেশ করতে পারবেন। তাদের বয়স ১০ থেকে ৬০বছরের মধ্যে হতে হবে। মন্দিরে প্রবেশের কমপক্ষে ৪৮ ঘণ্টা আগে করোনা পরীক্ষা করাতে হবে এবং সেই রিপোর্ট জমা করতে হবে মন্দির কর্তৃপক্ষের কাছে। এরপরেও যদি কোন ব্যক্তির রিপোর্ট নিয়ে কোনো সংশয় তৈরি হয় তার জন্য বেস ক্যাম্পে র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টের ব্যবস্থা করা হয়েছে। এবছর করোনার সংক্রমনের কথা মাথায় রেখে পাম্বা নদীতে স্নানের পরিবর্তে মন্দির পরিসরের মধ্যেই স্নানের ব্যবস্থা করা হয়েছে।

Related Articles

Back to top button
error: