রাজ্য

রাজ্যে কার্যত লকডাউনে খুচরো দোকানগুলিকে আংশিক ছাড়, জানালেন মুখ্যমন্ত্রী

টিডিএন বাংলা ডেস্ক: রাজ্যে কার্যত লকডাউনে খুচরো দোকানদারদের আংশিক ছাড় দেওয়ার কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নবান্ন থেকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বেলা ১২টা থেকে দুপুর ৩টে পর্যন্ত খুব সদক আঙ্গুলি খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে। একই সাথে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে ১০ শতাংশ কর্মী নিয়ে কাজের ছাড় দেওয়া হয়েছে। টিকাকরণের পর নির্মাণ শিল্পের কর্মীরা পুনরায় কাজে যোগ দিতে পারবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ রুখতে গত ১৫ মে রাজ্যে করা বিধিনিষেধ জারি করেন মুখ্যমন্ত্রী। ১৬ মে থেকে ৩০ মে পর্যন্ত রাজ্যে কার্যত লকডাউন ঘোষণা করা হয়। এরপর ওই লকডাউনের সময়সীমা ১৫ জুন পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়। তবে এটাকে লকডাউন বলতে নারাজ মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন এগুলি বিধি-নিষেধ। ওই বিধি-নিষেধ অনুযায়ী, বন্ধ থাকছে রেস্তোরাঁ, বার, শপিং মল, সুইমিং পুল, জিম ইত্যাদি। বন্ধ রাখা হয়েছে পার্ক, চিড়িয়াখানা, অভয়ারণ্য।দোকান বাজারের সময় সকাল ৭ টা থেকে ১০ টা পর্যন্ত করা হয়েছে। ব্যাংক খোলা থাকবে সকাল ১০ টা থেকে দুপুর ২ টো পর্যন্ত। মিষ্টির দোকান খোলা থাকবে সকাল ১০টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত। গহনার দোকান খোলা থাকবে দুপুর ১২টা তেকে ৩ টে পর্যন্ত। বন্ধ করা হয়েছে লোকাল ট্রেন, বাস-মেট্রো, ফেরি সহ সমস্ত গণপরিবহন পরিষেবা। রাত ৯ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত একান্ত জরুরী পরিষেবা সঙ্গে যুক্ত ব্যক্তিরা ছাড়া মানুষ বা যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়। এছাড়া সমস্ত স্কুল-কলেজ ইউনিভার্সিটির ক্ষেত্রে জরুরী পরিষেবা সংযুক্তরা ছাড়া অন্যান্য সরকারি-বেসরকারি অফিস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। হাসপাতাল, নার্সিং হোম, ডায়াগনিস্টিক সেন্টার, টিকা নেওয়ার জন্য, বিমানবন্দর ও সংবাদমাধ্যম প্রয়োজন ছাড়া প্রাইবেট গাড়ি, অটো-রিক্সা চলবে না আগামী ১৫ দিনের জন্য। এটিএম, পেট্রোল পাম্প, গাড়ি সারানোর দোকানে, গ্যাসের দোকান, ওষুধের দোকান লকডাউনের করাকরির বাইরে থাকবে। ই-কমার্স ও অনলাইন ডেলিভারির ক্ষেত্রে লকডাউনের করাকরি প্রযোজ্য নয়।

রাজ্যজুড়ে বিধিনিষেধের প্রথম দফায় ৫০ শতাংশ কর্মী নিয়ে চা-বাগান ও ৩০ শতাংশ কর্মী নিয়ে জুট-মিল চালানোর অনুমতি দিয়েছিল সরকার। পরে, শুধুমাত্র জুটমিলগুলিতে কর্মী সংখ্যা ৩০ শতাংশ থেকে বাড়িয়ে ৪০ শতাংশ করা হয়েছে।

Related Articles

Back to top button
error: