যারা মদ খান, তারা মিথ্যে বলেন না! হাস্যকর যুক্তি মধ্যপ্রদেশের আফগারি কর্তার

প্রতীকী ছবি

টিডিএন বাংলা ডেস্ক : “যারা মদ খান, তারা মিথ্যে কথা বলেন না।” হাস্যকর এমনই যুক্তি দিয়েছেন মধ্যপ্রদেশের এক আবগারি কর্তা।

বিজেপি শাসিত মধ্যপ্রদেশের খান্ডওয়া জেলার প্রশাসন একটি নির্দেশিকা জারি করেছে। তাতে লেখা হয়েছে, যারা টিকার দুটি ডোজ নিয়েছেন, শুধু তাদেরকেই মদ বিক্রি করা যাবে। যদিও ওই নির্দেশিকায় কোনও মৌখিক সার্টিফিকেটের উল্লেখ ছিল না। এই পরিপ্রেক্ষিতে আবগারি কর্তা আরপি কিরার যুক্তি হলো, যারা মদ খান, তারা মিথ্যে কথা বলেন না। টিকা দেওয়ার কোনও প্রমাণের প্রয়োজন নেই। অর্থাৎ টিকাকরণের কোনও সার্টিফিকেট দেখাতে হবে না। শুধু মুখে বললেই চলবে, ওই গ্রাহক টিকার দুটি ডোজ নিয়েছেন।

নির্দেশিকা অনুযায়ী, জেলায় ৫৫টি দেশি এবং ১৯টি বিদেশি মদের দোকান থেকে তাদেরই মদ বিক্রি করা হবে, যারা টিকার ২টি ডোজ নিয়েছেন। টিকা না নিলে মদও পাওয়া যাবে না। উল্লেখ্য করোনা রোধ করতে ভরসা টিকাকরণ। কিন্তু এখনও বহু মানুষ টিকা নিতে চাইছেন না। মানুষের মধ্যেই টিকাকে কেন্দ্র করে যে ভয়-ভীতি, সংশয় তৈরি হয়েছে তা দূর করতে বিভিন্ন জায়গায় চালু হয়েছে বিভিন্ন নিয়ম।