দেশ

গোপনে চিনে তথ্য পাচার, দিল্লীতে গ্রেপ্তার সাংবাদিক সহ তিন

টিডিএন বাংলা ডেস্ক: গোপনে চিনে তথ্য পাচারের অভিযোগে দিল্লীতে এক সাংবাদিক সহ তিনজনকে গ্রেপ্তার করলো
দিল্লি পুলিশের স্পেশ্যাল সেল। অভিযুক্তদের নাম দিল্লির ফ্রিল্যান্স সাংবাদিক রাজীব শর্মা, চিনা মহিলা কুইং শি এবং তাঁর নেপালি সঙ্গী শের সিং। দিল্লি পুলিশের স্পেশ্যাল সেলের ডেপুটি কমিশনার সঞ্জীব কুমার যাদব জানিয়েছেন, শনিবার সকালে চিনা মহিলা এবং নেপালের নাগরিককেও এই একই ধারায় গ্রেফতার করা হয়েছে। চিনের ইন্টেলিজেন্স এঁদের ব্যবহার করত। সরাসরি সেখানেই তথ্য পাচার করতেন এই তিনজন। এই তিন অভিযুক্তের থেকে অসংখ্য মোবাইল ফোন, ল্যাপটপ এবং আরও অনেক গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার হয়েছে। দিল্লি পুলিশের স্পেশ্যাল সেলের ডিসিপি যাদব জানিয়েছেন, বিকেল সাড়ে তিনটের সময় এই কেসের বিষয়ে সাংবাদিক সম্মেলন করবে দিল্লি পুলিশ।

Related Articles

Back to top button
error: