দেশ

বঙ্গধ্বনীর সমাপ্তিতে পথে নামছেন তৃণমূলের বিধায়করা

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, কলকাতা: বঙ্গধ্বনি যাত্রার সমাপ্তি উপলক্ষে আগামী ২৮ ডিসেম্বর রাজ্যের ২৯৪ বিধানসভা এলাকায় পদযাত্রা কর্মসূচি গ্রহণ করল তৃণমূল কংগ্রেস। কর্মসূচির নেতৃত্বে থাকবেন বিধায়করা। ঘোষণা করলেন তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।আগামী ২৯ ডিসেম্বর রাজ্যের সর্বত্র বঙ্গধ্বনি যাত্রার সমাপ্তি উপলক্ষে পদযাত্রা কর্মসূচি। জেলা স্তরে এই কর্মসূচি পালন করা হবে। জেলা নেতৃত্বের নেতৃত্বে এই কর্মসূচি পালিত হবে। ঘোষণা তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এর।
অমর্ত্য সেন নিয়ে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মুখ খোলায় তার বিদ্যাবুদ্ধি নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূল কংগ্রেসের মহাসচিব তথা রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সাংবাদিকদের প্রশ্নের জবাবে এদিন পার্থবাবু বলেন, ” অমর্ত্য সেন নিয়ে আলোচনা করছেন, তার ততো একটা লেবেল লাগে।” একশ্রেণীর উন্মাদের রাজনীতিতে জন্মলাভ হয়েছে বলেও এদিন দিলীপ ঘোষকে কড়া ভাষায় আক্রমণ করেন পার্থ চট্টোপাধ্যায়।রাজ্যপালেরর আচরণের কড়া ভাষায় নিন্দা করলেন তৃণমূল কংগ্রেসে মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন রাজ্যপাল বিজেপির মুখপাত্র হয়ে কাজ করছেন। পার্থ চট্টোপাধ্যায় রাজ্যপাল জগদীপ ধনকড়কে কটাক্ষ করে বলেন, উনি দিলীপ ঘোষকে সরিয়ে দিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে বলুক সভাপতির পদে তাঁকে বসাতে।

Related Articles

Back to top button
error: