দেশ

কাল সংসদের বাদল অধিবেশনে বিজেপি-বিরোধী মুখ হবে তৃণমূল

টিডিএন বাংলা ডেস্ক : সোমবার থেকে শুরু সংসদের বর্ষাকালীন অধিবেশন। এই অধিবেশনে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি, করোনা মোকাবিলায় ব্যর্থতা, ভ্যাকসিন সরবরাহে বৈষম্য ইত্যাদি একাধিক ইস্যুতে কেন্দ্রকে চেপে ধরতে চায় বিজেপি-বিরোধী দলগুলি। সংসদে মোদি সরকার কে কোণঠাসা করতে কোমর বেঁধে নামছে তৃণমূল।

বাংলার মহারণে সম্প্রতি বিপুল সাফল্য। এরপরই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের জাতীয় স্তরে অন্যতম প্রধান বিজেপি বিরোধী শক্তি হিসেবে উঠে এসেছে। বিজেপি বিরোধী দলগুলোর সঙ্গে কথা বলে জোটকে মজবুত করার কাজ এগিয়ে নিয়ে যাচ্ছেন বর্ষীয়ান রাজনীতিবিদ যশবন্ত সিনহা। কাল থেকেই শুরু বর্ষাকালীন অধিবেশন। মোদি সরকারকে কোণঠাসা করার সেই সুযোগটি হাতছাড়া করতে নারাজ তৃণমূল। বাদল অধিবেশনে সংসদের উভয় কক্ষের কেন্দ্রকে নিশানা করতে চলেছে ঘাসফুল শিবির। রাজ্যসভায় বিজেপি বিরোধী একাধিক দলের সঙ্গে কক্ষ সমন্বয় করে সরকারকে চাপে ফেলার পরিকল্পনা রয়েছে মমতার দলের।

বাদল অধিবেশনের নিয়ে আজ সর্বদলীয় বৈঠক রয়েছে। এই বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থাকতে পারেন। কেন্দ্রের মনোভাব বুঝে সংসদের উভয় কক্ষের রণকৌশল চূড়ান্ত করবেন তৃণমূল সাংসদরা। অন্যদিকে কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধি ভার্চুয়াল বৈঠক করেন অধীর চৌধুরী, মল্লিকার্জুন খাড়গে সহ কংগ্রেসের সংসদীয় দলের নেতৃত্বের সঙ্গে। সংসদের অধিবেশনে কংগ্রেসের রণকৌশল কী হবে, তার নির্দেশ দিয়েছেন নেত্রী। তবে তৃণমূল সংসদে একাধিক বিষয়ে মুলতবি প্রস্তাব নিয়ে বিতর্ক দাবি করতে চলেছে। তাছাড়া দিল্লি সীমানায় কৃষক আন্দোলনের নিয়েও সরব হতে চলেছে ঘাসফুল শিবির।

ঘটনা হল রাজ্যসভায় এনডিএ এখন কতটা শক্তিশালী নয়। অকালি দল বিজেপির সঙ্গ ত্যাগ করেছে। এই পরিস্থিতিতে তৃণমূলের রাজ্যসভা নেতৃত্ব আম আদমি পার্টি, অকালি দল, সমাজবাদী পার্টির মতো বিজেপি বিরোধী দলগুলোর সঙ্গে কথা বলে কক্ষ সমন্বয় করে বিজেপিকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

Related Articles

Back to top button
error: