টিডিএন বাংলা ডেস্ক: গণতন্ত্রে প্রতিবাদ করার জন্য গ্রেফতার করা হয়েছে ছাত্রনেতা উমর খালিদকে। দিল্লি দাঙ্গায় অন্যতম ষড়যন্ত্রকারী হিসেবে উমর খালিদের গ্রেফতারির পর এমনটাই মন্তব্য করলেন বিশিষ্ট সাংবাদিক রানা আইউব। নিজের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে একটি টুইট করে তিনি লেখেন,গণতন্ত্রে প্রতিবাদ করার জন্য উমর খালিদকে গ্রেপ্তার করা হয়েছে। এই দেশের আপনাকে এবং সত্য কথা বলার জন্য কারাবন্দী হওয়া সাহসী কণ্ঠস্বর প্রাপ্য নয়। পরিশেষে ওমর খালিদ এর পাশে থাকার বার্তা দিয়ে দিল্লি পুলিশের পদক্ষেপের তীব্র সমালোচনা করেছেন রানা আইয়ুব।