দেশ

অনলাইন ক্লাসে উত্তর দিতে না পারায় গায়ে পেন্সিল বিঁধিয়ে, কামড়ে দিয়ে শাস্তি দিল মা!

টিডিএন বাংলা ডেস্ক: মাত্র ১২ বছর বয়স। ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। অপরাধ অনলাইন ক্লাসে শিক্ষিকার প্রশ্নের জবাব দিতে না পারা। আর সেই অপরাধে পিঠে পেন্সিল বিঁধিয়ে দিল মা। শুধু তাই নয়, রাগে মেয়ের সারা শরীরে বেশ কয়েকবার কামড়েও দিল মা। দিদির ওপর এই ভয়ানক অত্যাচার সহ্য করতে না পেরে চাইল্ড হেল্পলাইন নম্বরে (১০৯৮) ফোন করে ছোট বোন। এরপর মুম্বইয়ের বাসিন্দা ওই বছর পঁয়ত্রিশের মাকে বোঝাতে আসেন দুই স্বেচ্ছাসেবী সংস্থার কর্মী। কিন্তু কিছুতেই নিজের অপরাধের কথা স্বীকার করতে চান না মা। উল্টে তাঁর অভিযোগ মেয়ের পড়াশোনায় মন নেই। এই ঘটনায় ওই মহিলার বিরুদ্ধে মামলা করা হয়েছে। সান্তাক্রুজ থানাতেও ওই মহিলার বিরুদ্ধে এফআইআর করা হয়েছে।

Related Articles

Back to top button
error: