দেশ

ভার্চুয়ালেই ফুলবাগান মেট্রোর উদ্বোধন করলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গোয়েল

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, কলকাতা: ফুলবাগান মেট্রোর উদ্বোধন করলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গয়াল। করোনা আবহে দিল্লি থেকে অনলাইনেই ফুলবাগান মেট্রো স্টেশনের উদ্বোধন করলেন তিনি। দীর্ঘ ২৫ বছর পর কলকাতা শহরে আবার কোনও পাতাল স্টেশনের উদ্বোধন হল। সোমবার থেকে শুরু হবে যাত্রী পরিষেবা। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রেলমন্ত্রী বলেন, “আজ কলকাতা মেট্রোর মুকুটে নয়া পালক যুক্ত হল। কলকাতার একপ্রান্তের সঙ্গে আরেক প্রান্ত জুড়বে এই মেট্রো। এই প্রকল্পে অনেক বাধা ছিল, কিন্তু ইঞ্জিনিয়াররা অসীম দক্ষতায় সব বাধা পেরিয়েছেন।” ২০২১-এর ডিসেম্বরের আগেই ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের কাজ সম্পূর্ণরূপে সমাপ্ত হয়ে যাবে বলে এদিন আশাপ্রকাশ করেন পীযূষ গয়াল। একইসঙ্গে প্রকল্পে দেরির জন্য কাঠগড়ায় তোলেন রাজ্য সরকারকে। রাজ্য সরকারের উদ্দেশে তোপ দাগেন কেন্দ্রীয় রেলমন্ত্রী। বলেন, “ফুলবাগান মেট্রো প্রকল্প ত্বরান্বিত হয়েছে প্রধানমন্ত্রীর কারণে। কলকাতার মানুষের কথা ভেবেই কাজে গতি সর্বোচ্চ পর্যায়ে বাড়ানো হয়েছে।”রেলমন্ত্রী পীযূষ গয়ালের পাশাপাশি দিল্লি থেকে অনলাইনে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় (ইস্ট-ওয়েস্ট মেট্রোর ভারপ্রাপ্ত) ও দেবশ্রী চৌধুরীয়। অন্যদিকে কলকাতায় ফুলবাগান মেট্রো স্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে দেখা যায় বিজেপি নেতা সব্যসাচী দত্ত, মুকুল রায়, কৈলাস বিজয়বর্গীয়কে। কৈলাস বিজয়বর্গীয়-ই কলকাতায় প্রদীপ প্রজ্জ্বলন করেন। উপস্থিত ছিলেন প্রাক্তন আইপিএস তথা বিজেপি নেত্রী ভারতী ঘোষও। কিন্তু রাজ্য সরকারের তরফে কেউ-ই উপস্থিত ছিলেন না এই উদ্বোধনী অনুষ্ঠানে।

Related Articles

Back to top button
error: