দেশ
হাথরস কান্ডে পুলিশি পদক্ষেপের জন্য উত্তরপ্রদেশে সরকারের ভাবমূর্তি নষ্ট হয়েছে, মত উমা ভারতীর
টিডিএন বাংলা ডেস্ক: হাথরস কান্ডে পুলিশি পদক্ষেপের জন্য উত্তরপ্রদেশে সরকারের ভাবমূর্তি নষ্ট হয়েছে। এমনই মন্তব্য করলেন বিজেপি নেত্রী উমা ভারতী। এদিন সরকারের উদ্দেশ্যে তিনি জানান, বিরোধী নেতা এবং সংবাদমাধ্যমের সঙ্গে নির্যাতিতার পরিবারকে দেখা করতে দিন। হাথরসের দলিত নির্যাতিতার বাড়ি ও গ্রাম যে পুলিশকর্মীরা ঘিরে রেখেছেন তাঁদের সরিয়ে নিন। উমা ভারতী বলেন, ওই তরুণী ছিলেন দলিত পরিবারের মেয়ে। পুলিশ তাড়াহুড়ো করে তাঁর দেহ পুড়িয়েছে। এখন মেয়েটির গ্রাম ও বাড়ি পুলিশ ঘিরে রেখেছে! প্রথমে ভেবেছিলাম কিছু বলা উচিত নয়, কারণ আপনি এই বিষয়ে পদক্ষেপ করবেন। কিন্তু পুলিশ যে ভাবে গ্রাম এবং পরিবারকে আটক করে রেখেছে তাতে ভাবছি এর পক্ষে কী যুক্তি থাকতে পারে। সিটের তদন্ত চলাকালীন সময়ে পরিবারের লোকজন কারও সঙ্গে কথা বলতে পারবে না এমন কোনও আইন আছে কি না আমি জানি না।’