নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, কলকাতা: জহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রনেতা উমর খালিদের মুক্তির দাবিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ কর্মসূচি পালন করলো ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া। এদিন দক্ষিণ ২৪ পরগণা জেলার মগরাহাট ব্লকে যৌথভাবে বিক্ষোভ দেখায় ওয়েলফেয়ার পার্টি ও ফ্র্যাটারনিটি মুভমেন্ট। এসময় উপস্থিত ছিলেন পার্টির দঃ ২৪পরগনা জেলা সম্পাদক কুরবান আলি লস্কর সহ ব্লকের অন্যান্য দায়িত্বশীলগণ৷
অন্যদিকে উমর খালিদের মুক্তির দাবিতে দক্ষিণ ২৪ পরগণা জেলার ভাঙড় ব্লকেও বিক্ষোভ কর্মসূচি করে ওয়েলফেয়ার পার্টি। সামিল হন পার্টির দঃ ২৪ পরগনা জেলা সভাপতি জালালউদ্দিন আহমেদ, ব্লক সভাপতি আবু জাফর মোল্লা সহ অন্যান্য নেতৃত্ব। অবিলম্বে উমর খালিদকে মুক্তি দেওয়া না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।