দেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভা সদস্য হিসাবে নির্বাচিত হলেন বিজেপি নেতা সৈয়দ জাফর ইসলাম

টিডিএন বাংলা ডেস্ক: বিজেপি নেতা সৈয়দ জাফর ইসলাম রাজ্যসভার সদস্য হিসাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। রাজ্যসভার প্রয়াত সংসদ সদস্য অমর সিংহের মৃত্যুর পরে এই আসনটি শূন্য ছিল।উত্তর প্রদেশ থেকে ইসলাম রাজ্যসভায় নির্বাচিত হন। ওই আসনের জন্য আরেক প্রার্থী গোবিন্দ নারায়ণ শুক্লা তাঁর নাম সরিয়ে নেওয়ার ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন জাফর ইসলাম। ২০২২ সালের ৪ জুলাই পর্যন্ত ইসলাম রাজ্যসভার সদস্য থাকবে।

প্রায় প্রতিদিনই বিজেপি নেতা জাফর ইসলামকে দলের পক্ষ নিয়ে সংবাদমাধ্যমের বিভিন্ন চ্যানেলে দেখা যায়। রাজনীতিতে যোগ দেওয়ার আগে জাফর ইসলাম বিদেশী ব্যাংকের জন্য কাজ করতেন এবং লক্ষ লক্ষ টাকা বেতন পেতেন।মোদীর রাজনীতির দ্বারা প্রভাবিত হয়ে জাফর ইসলাম বিজেপি দিয়ে তাঁর রাজনৈতিক ইনিংস শুরু করেন।

জাফর ইসলামের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সুসম্পর্ক রয়েছে বলে মনে করা হয়। সম্ভবত এই কারণেই নরম-কথিত এবং অত্যন্ত মৃদু স্বভাবের ব্যক্তিত্ব জাফর ইসলামকে বিজেপি হাই কমান্ড মধ্যপ্রদেশে ‘অপারেশন লোটাস’ চালনার দায়িত্ব দিয়েছিল। মধ্য প্রদেশের কমলনাথের নেতৃত্বাধীন কংগ্রেস সরকারকে অস্থিতিশীল করে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে বিজেপিতে আনতে ইসলাম প্রধান ভূমিকা পালন করেন। 

Related Articles

Back to top button
error: