টিডিএন বাংলা ডেস্ক: একদিকে যখন উত্তরপ্রদেশের হাথরাস কাণ্ড নিয়ে গোটা দেশ প্রায় রাগে ফুঁসছে তখন মহিলাদের সংস্কার দেওয়ার কথা বলে নতুন বিতর্কে সৃষ্টি করলেন উত্তরপ্রদেশের বালিয়ার বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিং। একটি ভিডিওতে তাঁকে হাথরাস প্রসঙ্গে বলতে দেখা গেছে,”আমি একজন বিধায়কের পাশাপাশি একজন শিক্ষকও। এ ধরনের ঘটনা সংস্কারের মাধ্যমে নিরসন করা সম্ভব শাসন বা তলোয়ার দেখিয়ে বন্ধ করা সম্ভব নয়। সমস্ত মাতা এবং পিতাদের এটা ধর্ম যে তাদের জোয়ান এবং যুবতী মেয়েদের একটি সংস্কারি পরিবেশে চলাফেরা করা, থাকার উপায় শেখানো উচিত এবং শেখা উচিত।”
বিজেপি বিধায়কের এই মন্তব্য প্রকাশ্যে আসতেই রীতিমতো আলোড়ন সৃষ্টি হয়ে যায় নেটিজেনদের মধ্যে। যার রেশ গিয়ে পৌঁছয় বলিউডেও। এগিয়ে আসেন কৃতি সানন।
বালি আর বিজেপি বিধায়কের মন্তব্যের তীব্র বিরোধিতা করে কৃতি সানন একটি টুইট করে লেখেন,”মেয়েদেরকে কিভাবে ধর্ষিত না হওয়া যায় সেটা শেখানো উচিত? তিনি কি নিজেকে শুনছেন যখন তিনি কথাটা বলছেন? এটাই সেই মানসিকতা যা পরিবর্তন হওয়া প্রয়োজন। এটা সম্পূর্ণভাবে নষ্ট করে দিয়েছে। কেন তারা তাদের ছেলেদের ‘সংস্কার’ দিতে পারেন না?”