শুধু বিহারে বিনামূল্যে ভ্যাকসিন কেন, দেশের বাকি রাজ্যগুলো কি পাকিস্তান? প্রশ্ন শিবসেনার

টিডিএন বাংলা ডেস্ক: শুধু বিহারে বিনামূল্যে ভ্যাকসিন কেন, দেশের বাকি রাজ্যগুলো কি পাকিস্তানে? মুখপাত্রে এমনই প্রশ্ন তুলে বিজেপিকে বিঁধল শিবসেনা। শিব সেনার মুখপত্র সামনায় অভিযোগ করে বলা হয়েছে, “করোনার ভ্যাকসিন নিয়ে নোংরা রাজনীতি করছে বিজেপি। বিহারেরও করোনা ভ্যাকসিন পাওয়া উচিৎ। কিন্তু দেশের বাকি রাজ্যগুলো তো আর পকিস্তান নয়?যেখানে গোটা দেশের মানুষ করোনার বিরুদ্ধে লড়াই করছে। সেখানে ভ্যাকসিন নিয়ে রাজনীতি কেন করা হচ্ছে?”