মহিলাকে ধর্ষণ করার অভিযোগ, গ্রেপ্তার বিজেপি বিধায়ক

টিডিএন বাংলা ডেস্ক: এক মহিলাকে ধর্ষণ করার অভিযোগে উত্তরাখণ্ডে গ্রেপ্তার বিজেপি বিধায়ক। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, এক মহিলা অভিযোগ জানানোর পর দাওয়ারাবাট থেকে জিতে আসা বিজেপি বিধায়ক মহেশ নিয়োগীকে ধর্ষণ ও অন্যান্য অপরাধের দায়ে গ্রেফতার করা হয়েছে। দেহরাদুনের পুলিশ সুপার (শহর) শ্বেতা চৌবে বলেছেন, স্থানীয় এক আদালতের নির্দেশের পর। রবিবার আইপিসি ৩৭৬ ও ৫০৬ ধারায় নেহরু কলোনি থানায় নিয়োগীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। শুধু নিয়োগীকে নয়, অপরাধ মূলক কাজের জন্য তার স্ত্রী রীতা নিয়োগীকেও গ্রেফতার করা হয়েছে। যদিও বিজেপি বিধায়কের দাবি তাকে মিথ্যা কেসে ফাঁসিয়েছে কংগ্রেস।