দেশ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্বাচনী এলাকায় দীনদয়াল উপাধ্যায়ের স্মৃতিসৌধের জন্য গৃহহীন হয়েছেন আড়াইশো মানুষ!

টিডিএন বাংলা ডেস্ক: চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দীনদয়াল উপাধ্যায়ের স্মৃতিসৌধ উন্মোচন করতে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি তার নির্বাচনী এলাকা বারাণসীতে যান। তার এই সফরে ঠিক দু’দিন আগে দীনদয়াল উপাধ্যায় স্মৃতিসৌধের কাছাকাছি আড়াইশো লোকের বাড়িঘর ভেঙ্গে তাদেরকে গৃহহীন করে দেওয়া হয়েছিল। গৃহহীন ওই মানুষরা বারবার সংশ্লিষ্ট দপ্তরে চিঠি এবং অভিযোগ দায়ের করলেও কোনো উত্তর পাওয়া যায়নি। সামনে শীত আসছে। আর শীতে বারানসি ওই জায়গায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায়। এই পরিস্থিতিতে শিশু এবং বৃদ্ধদের নিয়ে রাস্তায় বসবাস করা কতটা অসম্ভব তা জানিয়ে বারংবার অনুনয়, অভিযোগ করলেও কোন সাড়া মেলেনি।

নরেন্দ্র মোদির স্মৃতিসৌধ উন্মোচনের ঠিক দু’দিন আগে দীনদয়াল উপাধ্যায়ের স্মৃতিসৌধের ১৫০ মিটার দূরত্বের মধ্যে থাকা সমস্ত ছোট ছোট যুক্তি বাড়িঘর গুলিকে বুলডোজার চালিয়ে ভেঙে ফেলা হয়। প্রায় বিগত ৬০ বছর ধরে ওই এলাকায় বসবাস করছিলেন বর্তমানে গৃহহীন আড়াইশো মানুষ। কিন্তু প্রশাসনের চোখে বিষফোড়ার মতন ছিল ওই ছোট ছোট ঝুপড়ীগুলি। তাই স্মৃতিসৌধের চারপাশ পরিষ্কার করতে ভেঙে ফেলা হয় প্রায় ৫০টির ওপর ঝুপড়ি। ভুপিরি বাসিন্দাদের অভিযোগ তাদের কাছে আর কোন আশ্রয়স্থল নেই। বারংবার তারা প্রশাসনিক কর্তাদের কাছে অনুনয় করে জানিয়েছেন যে তাদেরকে আবার ফিরে আসতে দেয়া হোক তারা মাত্র ৩ দিনে আবার নিজেদের ঘর বানিয়ে নিতে পারবেন। তাদের থাকার আর কোন জায়গা নেই। যদিও এসব কথায় মোটেও কানে তোলেননি সংশ্লিষ্ট দপ্তরের ওই কর্তারা। তাই ওই ঝুপড়ি গুলি ভাঙ্গার পর প্রায় ছ’মাস হয়ে গেলেও ওই আড়াইশো জন মানুষের মনের বাসনের ব্যবস্থা নিয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

Related Articles

Back to top button
error: