ঘুষ নেওয়ার অভিযোগ, বিজেপি শাসিত উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের

টিডিএন বাংলা ডেস্ক: নোট বাতিলের সময় ঘুষ নেওয়ার অভিযোগে বিজেপি শাসিত উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিলো হাইকোর্ট।
আজ দুই সাংবাদিকের দায়ের করা মামলার ভিত্তিতে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেদ্র সিং রাওয়াতের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে উত্তরাখণ্ড হাই কোর্ট। উল্লেখ্য, ২০১৬ সালে নোট বাতিলের সময় ত্রিবেন্দ্র রাওয়াত ঝাড়খণ্ডের বিজেপি পর্যবেক্ষক থাকা অবস্থায় ‘গো সেবা আয়োগে’র প্রধান করে দেওয়ার লোভ দেখিয়ে মোটা অঙ্কের ঘুষ নিয়েছিলেন। আর যা নিয়েই কিছুদিন আগে এক সাংবাদিক ফেসবুক পোস্ট করেন। ঘটনায় ওই সাংবাদিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। কিন্তু তাতেও না দমে হাইকোর্টে যান দুই সাংবাদিক। আর সেই শুনানিতেই হাইকোর্টের বিচারপতি রবীন্দ্র মৈথানি মুখ্যমন্ত্রী রাওয়াতের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি সাংবাদিকের বিরুদ্ধে এফআইআর বাতিলেরও নির্দেশ দেওয়া হয়েছে।