দেশ

প্রতিমা বিসর্জন ঘিরে হিংসার ঘটনার প্রতিবাদে বিহারের মুঙ্গেরে ভোট বয়কটের ডাক

টিডিএন বাংলা ডেস্ক: প্রতিমা বিসর্জন ঘিরে হিংসার ঘটনার প্রতিবাদে মুঙ্গেরে ভোট বয়কটের ডাক দিয়েছে স্থানীয়দের একাংশ। ঘটনার প্রতিবাদে ও দোষী পুলিশ কর্মী, আধিকারিকদের বরখাস্ত করার দাবিতে অনির্দিষ্টকালের জন্য বনধেরও ডাক দিয়েছে মুঙ্গের চেম্বার অফ কমার্স। এদিকে মুংগেরের ঘটনায় এক নাবালক শিশু জখম হওয়া প্রসঙ্গে মুঙ্গেরের এসপিকে ৪৮ ঘন্টার মধ্যে রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছে জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন।

  উল্লেখ্য, সোমবার দুর্গাপুজোর ভাসানকে ঘিরে রণক্ষেত্র হয়ে উঠে  বিহারের মুঙ্গের। পুলিশের গুলিতে মৃত্যু হয় অনুরাগ পোদ্দার নামে এক কিশোরের। আহতও হয়েছেন ২৭ জন। ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই রীতিমতো ক্ষোভ সৃষ্টি হয়।

Related Articles

Back to top button
error: