একদিনে করোনায় সংক্রমিত ৯০,০০০! এখনো পর্যন্ত মৃত ৭০,০০০
টিডিএন বাংলা ডেস্ক: ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা প্রতিদিন লাগামছাড়া ভাবে বেড়েই চলেছে। দেশে প্রথমবার একদিনে করোনায় সংক্রমিত হয়েছেন ৯০,০০০ মানুষ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৯০,৬৩২ জন। অপরদিকে, গত ২৪ ঘন্টায় ১০৬৫ জন প্রাণ হারিয়েছেন। এর আগে ৫ সেপ্টেম্বর দেশে একদিনের নিরিখে সর্বাধিক আক্রান্ত হয়েছিলেন ৮৬,৪৩২ জন। এখনও পর্যন্ত দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১ লাখ ১৩ হাজার। একই সময়ে, ব্রাজিলে মোট সংক্রমিতের সংখ্যা ৪১ লক্ষ 23 হাজার। সংক্রমিতের সংখ্যার দিক থেকে ব্রাজিলকে হারিয়ে ভারত শীঘ্রই দ্বিতীয় স্থানে পৌঁছে যাবে।
এদিকে এখনও পর্যন্ত, দেশে করোনায় সংক্রমিত ব্যাক্তিদের মধ্যে মারা গেছেন মোট ৭০,৬২৬ জন।সক্রিয় মামলার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ লাখ ৬২ হাজার এবং সুস্থ হয়েছেন ৩১ লাখ ৮০ হাজার মানুষ। সংক্রমিত সক্রিয় মামলার সংখ্যার তুলনায় সুস্থ হলে ওঠা মানুষের সংখ্যা প্রায় তিনগুণ বেশি।স্বস্তির বিষয় যে, দেশে মৃত্যুর হার কমে ১.৭২% হয়েছে। এর সাথেই চিকিৎসাধীন সক্রিয় মামলার হারও কমে হয়েছে ২১%। উল্টোদিকে পুনরুদ্ধারের হার বেড়ে হয়েছে ৭৭%।ভারতে পুনরুদ্ধারের হার ক্রমাগত বাড়ছে।
করোনায় সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। মহারাষ্ট্রের দুই লক্ষেরও বেশি সংক্রামিত মানুষ বর্তমানে চিকিৎসাধীন। এর পরে দ্বিতীয় নম্বরে রয়েছে তামিলনাড়ু, তিন নম্বরে দিল্লি, চার নম্বরে গুজরাট এবং পাঁচ নম্বরে পশ্চিমবঙ্গ। এই পাঁচটি রাজ্যে সর্বাধিক সক্রিয় মামলা রয়েছে। সক্রিয় মামলার নিরিখে ভারত বিশ্বের দ্বিতীয় স্থানে রয়েছে। অনুদিকে সংক্রমিতের সংখ্যা ও মৃত্যুর সংখ্যার নিরিখে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম ক্ষতিগ্রস্থ দেশ। আমেরিকা যুক্তরাষ্ট্র ব্রাজিলের পরে করোনার মহামারীতে সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে ভারত।