দেশ

উত্তরপ্রদেশে রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে তৈরী যানজটে মৃত্যু অধ্যক্ষের

টিডিএন বাংলা ডেস্ক : রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ উত্তর প্রদেশ সফরে এসেছেন। তাঁর এই সফরকে কেন্দ্র করে যানজটের সৃষ্টি হয়। আই আই এর অধ্যক্ষ বন্দনা মিশ্রকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তাকে বহনকারী ওই অ্যাম্বুলেন্স এই যানজটে আটকে পড়ে। ফলে বন্দনা মিশ্রের মৃত্যু হয়।

ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশন এর কানপুর শাখার মহিলা অধ্যক্ষ বন্দনার মিশ্রের মৃত্যুর জন‍্য স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠছে। সূত্রের খবর বন্দনার স্বামী অভিযোগ করেছেন, ‘তিনি দায়িত্ব প্রাপ্ত পুলিশকে অ্যাম্বুলেন্সকে পথ ছেড়ে দেওয়ার কাতর আবেদন জানানো সত্ত্বেও পুলিশ তার টথু কর্ণপাত করেনি।’

তিনি আক্ষেপ করে বলেন,’ কয়েক মিনিট আগেও যদি তার স্ত্রীকে হাসপাতালে অ্যাডমিট করা যেত তাহলে হয়তো বেঁচে যেত।’ অবশ্য পুলিশ কমিশনার এই দুর্ঘটনার জন্য বন্দনার পরিবারের কাছে ক্ষমা চেয়েছেন। কানপুর পুলিশ জানায়, মহামান্য রাষ্ট্রপতি বন্দনা মিত্রের আকস্মিক মৃত্যুতে গভীর শোকাহত এবং উনি পুলিশ আধিকারিক ও জেলা আধিকারিকদের ডেকে বন্দনার শোকাহত পরিবারকে তার পক্ষ থেকে সমবেদনা জানাতে বলেন। দুইজন আধিকারিক বন্দনা মিশ্রের অন্ত্যেষ্টি প্রক্রিয়ায় যোগ দিয়ে শোকাহত পরিবারকে রাষ্ট্রপতির শোক বার্তা পৌঁছে দেন।

এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন‍্য পুলিশ কমিশনার তদন্তের নির্দেশ দিয়েছেন। এছাড়া ঐ স্থানে দায়িত্বে থাকা তিনজনকে সাসপেন্ড করে করা হয়েছে বলে জানা গিয়েছে।

Related Articles

Back to top button
error: