দেশ

হাথরাস কান্ডের সুযোগে রাজ্যে দাঙ্গা সৃষ্টি করতে রাতারাতি তৈরি করা হলো ভুয়ো ওয়েবসাইট; দাবি উত্তরপ্রদেশের সুরক্ষা এজেন্সির

টিডিএন বাংলা ডেস্ক: উত্তরপ্রদেশের সুরক্ষা এজেন্সির দাবি অনুযায়ী হাথরাস কান্ডের সুযোগ নিয়ে উত্তরপ্রদেশে দাঙ্গা পরিস্থিতি সৃষ্টি করতে রাতারাতি একটি ওয়েবসাইট তৈরি করা হয়েছে। ওই ওয়েবসাইটের রীতিমতো দাঙ্গার সময় কি ধরনের জামা কাপড় পরা উচিত, কি কি গায়ে মাখা উচিত, কেমন ভাবে নিজেকে পুলিশের নজর থেকে বাঁচানো সম্ভব হবে এই সমস্ত উপায় বলে জারি করা হয়েছে নিয়মাবলী।

জাস্টিস ফর হাথরাস নামে তৈরি ওই ভুয়ো ওয়েব সাইটে হাজার হাজার মানুষকে যুক্ত হবার জন্য আবেদন করা হয়েছে। উত্তরপ্রদেশের সুরক্ষা এজেন্সির দাবি এই ওয়েবসাইটে সাহায্যের নামে দাঙ্গা করার জন্যে ফান্ডিং এর ব্যবস্থাও করা হয়েছে। শুধু তাই নয় এজেন্সির দাবি অনুযায়ী, পিএফআই, এসডিপিআইয়ের মতো সংস্থা যারা নাগরিকত্ব আইনের বিরুদ্ধে সহিংসতায় জড়িত ছিল, তারা উত্তরপ্রদেশে সহিংসতা ছড়িয়ে দেওয়ার জন্য ওয়েবসাইট প্রস্তুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

এদিকে কংগ্রেসের পক্ষ থেকে এই খবরকে উত্তরপ্রদেশ সরকারের ব্যর্থতা লোকানো একটি প্রয়াস বলে উল্লেখ করা হয়েছে। কংগ্রেসের মুখপাত্র অখিলেশ প্রতাপ সিং বলেন,”মুখ্যমন্ত্রী বলছেন যে সহিংসতার ষড়যন্ত্র করা হচ্ছে। নিজে তদন্ত করাতে পারছেন না, নিজের ভূমিকা পারদর্শিতার সাথে পালন করতে পারছেন না। কে উত্তেজিত করার মত কথা বলছে, কে ১৪৪ ধারা থাকা সত্বেও সভার আয়োজন করছে।”

অপরদিকে গতকাল অভিযুক্তদের সমর্থনে বিজেপি নেতার আয়োজিত বিশাল সভাকে রাজ্য সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র বলে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেন,”যাদের বিকাশ পছন্দ নয়, তাঁরা দেশে এবং রাজ্যে জাতীয় দাঙ্গা এবং সাম্প্রদায়িক দাঙ্গা পরিস্থিতি উস্কে দিতে চাইছেন, এই দাঙ্গার আড়ালে বিকাশ রুখে যাবে। এই দাঙ্গার আড়ালে ওনাদের রাজনৈতিক রুটি সেঁকতে পারবেন, এইজন্য নতুন নতুন ষড়যন্ত্র করতে থাকেন।”

Related Articles

Back to top button
error: